চট্টগ্রাম চিড়িয়াখানায় হরিণ দম্পতি কাজল-লাইলীর ঘরে দ্বিতীয় সন্তা

চট্টগ্রাম চিড়িয়াখানায় দ্বিতীয়বারের মত বাচ্চা দিয়েছে সাম্বার হরিণ কাজল-লাইলী দম্পতি। গতকাল বুধবার দুপুরে হরিণ শাবকটি প্রসব করা হয় বলে জানায় চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. মঞ্জুর মোর্শেদ। বর্তমানে শাবক ও মা সুস্থ রয়েছে বলে জানান তিনি। এই প্রজাতির হরিণটির বৈজ্ঞানিক নাম রোজা ইউনিকালার। ডা. মোর্শেদ জানান, বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঁচটি সাম্বার হরিণ রয়েছে। Sika_deer_Japanese_deer
এর মধ্যে কাজলের বয়স ১১ বছর এবং লাইলীর বয়স আট বছর জানিয়ে তিনি বলেন, এটি কাজল-লাইলীর দ্বিতীয় সন্তান। গত বছরের ১৫ জুন এ দম্পতি প্রথম শাবকের জন্ম দেয়। এ জাতীয় হরিণ সর্বোচ্চ চার থেকে পাঁচ ফুট পর্যন্ত উঁচু এবং ছয় থেকে সাত ফুট পর্যন্ত চওড়া হয়।
এ প্রজাতির হরিণ প্রতিবছর একটি করে বাচ্চা প্রসব করে জানিয়ে ডা. মোর্শেদ বলেন, এ ধরনের হরিণের গর্ভকাল হয় সাত থেকে আট মাস।
আগে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আগে সাম্বা হরিণের পাওয়া গেলেও বর্তমানে তা বিলুপ্ত প্রায়। তিনি জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান ও মায়ানমারের পাহাড়ি এলাকা এ ধরনের হরিণের আবাসস্থল।

সূত্রঃ দৈনিক ইনকিলাব (১৮/০৭/২০১৩)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics