চিত্রকর গরিলা
গরিলারা কি রং করতে পারে? হ্যাঁ, পারে। যুক্তরাজ্যের ডেভনে পেইনটন চিড়িয়াখানায় নয় বছরের একটি গরিলা তা করে দেখিয়েছে। এনডাওয়ি নামের ওই গরিলা সম্প্রতি অন্য একটি গরিলার ভাস্কর্য রং করে দেখিয়ে দিয়েছে। সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চিত্রকর এই গরিলা। এনডাওয়ির এই শিল্পকর্ম চিড়িয়াখানায় প্রদর্শন করা হবে। আপাতত স্থানীয় স্কুলশিক্ষার্থীদের পড়াশোনার কাজে তা ব্যবহার করা হবে। পরে অবশ্য নিলামে বিক্রি করা হবে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলেছে, ভাস্কর্যটি রং করতে এনডাওয়ি ব্রাশের চেয়ে বরং নিজের নখ ও কখনো কখনো জিহ্বাই বেশি ব্যবহার করে। পেইনটন চিড়িয়াখানার রক্ষক নিল বেমেন্ট বলেন, ‘কোনো গরিলা অন্য একটি গরিলার ভাস্কর্য রং করেছে, এমন ঘটনা সম্ভবত পৃথিবীতে আর ঘটেনি। ইতিহাস সৃষ্টি করেছে এনডাওয়ি।’ বিবিসি।
সূত্রঃ প্রথম আলো, ২৯,০৩,২০১৩