ছবির ফ্রেমে দেশের প্রথম বাদুড় গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা……
গত ২৩ থেকে ২৫ জানুয়ারি চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হয়ে গেলো বাদুড় সংরক্ষণ ও গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাতটি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এবং প্রখ্যাত বাদুড় গবেষক ও ফ্লোরা অ্যান্ড ফোনা ইন্টারন্যাশনাল’এর একাডেমিক প্রোগ্রামের প্রধান, ড. নেইল ফারের নির্দেশনায় তরুণ শিক্ষার্থীরা বাদুড় সম্পর্কে জেনেছেন ,জেনেছেন এর গবেষণা ও সংরক্ষণের প্রয়োজনীয়তাও। CCINSA, Zoo Outreach Organization, Bat Conservation International, CVASU,Chester Zoo, UK, Group for Conservation and Research of Bat and One Health Young Voice, এর সহযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম বাদুড় সংরক্ষণ ও গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা। তিনদিন ব্যাপী চলা কর্মশালার পুরো চিত্রটি তুলে ধরা সম্ভব না হলেও , এর বিশেষ কিছু মুহূর্ত environmenmove.com এর পাঠকদের জন্য তুলে ধরছি। স্লাইড শো দেখতে যেকোনো ছবিতে ক্লিক করুন।
শুরু হলো আনুষ্ঠানিকতা; উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চিটাগাং ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য ড. এ. এস. মাহফুজুল বারী।প্রথম দিনের পাঠ; মনোযোগী সব বোদ্ধা……পড়ন্ত বিকেলে বাদুড় ধরতে প্রস্তুতি শুরু; দেখা যাক কি হয়।জাল পাতা শেষ, প্রশিক্ষণার্থীদের পরবর্তী করণীয় বুঝিয়ে দিচ্ছেন ড. নেইল ফারে।এইতো এইতো; আঁধার ঘনিয়ে আসতেই কুয়াশা জালে পরলো একজন ধরা। দেখে নেয়া যাক এবার, তিনি কে??চলছে পরীক্ষা নিরীক্ষা; মাপ -জোক আর জ্ঞান আহরণ।আহা!!! কি দৃষ্টি তোমার……দ্বিতীয় পর্যায়ের হাতে কলমে শিক্ষা; চলছে কলা বাদুড় জরীপ।ঝুলে থাকি নিজের ঘরে; তাঁরা কেন ঝামেলা করে!!!!একান্ত আগ্রহে ঢাকা থেকে উড়ে এলেন FAO এর Emergence centre for transboundary animal diseases প্রকল্প পরিচালক ড. ম্যাট ইয়ামাগি। তিনিও হয়ে গেলেন ছাত্র।কর্মশালার মধ্যমণি ড. নেইল ফারের কাছ থেকে বাদুড় গবেষণা বিষয়ক মহামূল্যবান দুইটি বই উপহার পেলো সিভাসু ( CVASU) এবং গ্রিন এক্সপ্লোর সোসাইটি। বই গ্রহণ করছেন, চিটাগাং ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্স ইউনিভার্সিটির পক্ষে- ড. পরিতোষ কুমার বিশ্বাস, এবং গ্রিন এক্সপ্লোর সোসাইটির পক্ষে, সভাপতি অনিমেষ ঘোষ অয়ন।ঘণ্টার পর ঘণ্টা চলছে কর্মযজ্ঞ; এরই মাঝে কাজের প্ল্যান ঠিকঠাক দেখে নিচ্ছেন দুই অধিনায়ক ড. নেইল এবং নুরুল ইসলাম- যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল; দেশের প্রথম বাদুড় বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা।ভাঙলো মিলন মেলা……