জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেবেন তরুণেরা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে পৃথিবী ক্রমশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এ পরিবর্তন নিয়ে তরুণসমাজকে ভাবতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’ এসব কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দীন।19490ea8b55f63b7ac6f83bf4aef670d
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘জলবায়ু পরিবর্তন প্রশমনে তরুণের করণীয়’ শীর্ষক কর্মশালায় খবির উদ্দীন এ কথা বলেন।
গবেষণা প্রতিষ্ঠান ট্রেনিং রিসার্চ এডুকেশন ফর এমপাওয়ারমেন্ট (ট্রি) আয়োজিত কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজসহ সাভার ও আশুলিয়ার সাতটি স্কুলের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা পাঁচ-ছয়জনের দলে বিভক্ত হয়ে ‘জলবায়ু পরিবর্তন প্রশমনে তরুণের সক্ষমতা’ বিষয়ে আলোচনা করে। পরে তারা আলোচিত বিষয় কর্মশালায় উপস্থাপন করে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রির নির্বাহী পরিচালক শাহিদ মল্লিক ও অক্সফামের কর্মসূচি ব্যবস্থাপক তাপস রঞ্জন চক্রবর্তী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics