জলবায়ু পরিবর্তনে তরান্বিত হচ্ছে পারদ দূষণ

সিফাত তাহজিবা

মানুষ যখন সভ্যতার আলো পেতে শুরু করেছে ঠিক সে সময় থেকেই সে নিজ আবাসস্থল পৃথিবীর পরিবেশকে করেছে দূষিত। বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন ।

এ দুটির সংমিশ্রনে বৈচিত্র্যময় পৃথিবীর চিরচেনা নিয়মতান্ত্রিক আবহাওয়ায় ঘটতে শুরু করেছে একের পর এক ভাঙ্গন।

জলবায়ু পরিবর্তনের কারণে বায়ুমন্ডলের তাপমাত্রার সাথে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে সামুদ্রিক বাস্তুসংস্থান এ দেখা দিচ্ছে বিশাল তারতম্য। সাম্প্রতিক সময়ে সামুদ্রিক দূষণে নতুন মাত্রা যোগ করেছে পারদ দূষণ। ফলাফল, বিশাল জলরাশি আর হাজার প্রজাতির প্রাণ হচ্ছে বিপন্ন।

পারদ এমন একটি ধাতু যেটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে যেমন- থামোমিটার এ ব্যবহৃত পারদ।

বিভিন্ন কলকারখানা থেকে ক্ষতিকর অন্যান্য সব ধাতুর সাথে পারদ (প্রায় ৪০%) সমুদ্রের পানিতে এসে পরে। মাছ এই পারদকে মিথাইল মারকারী (Methyl Mercury) রূপে গ্রহণ করছে।

mercury in water

 উষ্ণ জলবায়ুর কারণে, উত্তপ্ত সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা মাছের এ ধরনের পারদ গ্রহন করার ক্ষমতাকে আরো বাড়িয়ে দিচ্ছে।

 কিছুদিন আগে, মার্কিন যুক্তরাষ্ট্রর বিজ্ঞানীরা কয়েকটি পরীক্ষা করে দেখেছেন সামুদ্রিক মাছগুলোতে আগের যেকোনো সময়ের তুলনায় অধিক পরিমানে পারদ (Mercury) পাওয়া যাচ্ছে।

ডার্টমাউথ কলেজ,নিউ হ্যাম্পশায়ার এর বিজ্ঞানীরা তাদের একটি গবেষণাপত্র ‘প্লস ওয়ান’ (Public Library of Science ONE) সাময়িক পত্রিকায় প্রকাশ করেন।

কিলি মাছ (killifish) র উপর বিভিন্ন তাপমাত্রায় করা এটাই প্রথম একমাত্র অনুসন্ধান যা পরীক্ষাগার এবং মাঠ পযায়ে (২৯১ টি নদীতে )দু’ভাবেই করা হয়েছে। মাছটি বিশ্বে্র সব জায়গাতেই পাওয়া যায় শুধু অস্ট্রেলিয়া, এন্টারটিকা ও উত্তর ইউরোপ এ পাওয়া যায় না।

 সবার বোঝার সুবিধার্থে একটি ছক দেওয়া হল-

(By U.S. Department of the Interior)

প্রজাতি প্রাপ্ত পারদের গড় মান (ppm-parts per million)  সাধারণত পারদের পরিমান (ppm-parts per million)
টুনা ০.৬৮৯ ০.৩৪১
লবস্টার (চিংড়ি) ০.১০৭ ০.০৭৬
হাঙর ০.৯৭৯ ০.৬২৬
সোরড মাছ (Sword Fish) ০.৯৯৫ ০.৫৩৯
     

 A. australe orange -1

গবেষনায় দেখা গেলো, পরীক্ষাগারে উচ্চ তাপমাত্রায় পানিতে মাছ পারদে ভরপুর খাদ্য গ্রহন করছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের পরিপাক ক্রিয়াও অনেক দ্রুত হচ্ছে! খাদ্য গ্রহনের পরিমানও আগের তুলনায় অনেক গুন বেড়ে গিয়েছে। কিন্তু এর তুলনায় খুব কমই বড় হচ্ছে।

অন্যদিকে, একটি লবনাক্ত ডোবাতে মাছ তার সাধারন তাপমাত্রায় প্রাকতিক খাবার- পোকামাকড় খাচ্ছে।

 এখন প্রশ্ন আসতেই পারে মত্স্য প্রজাতিতে পারদ বেড়ে গেলে তা নিয়ে কেন বিজ্ঞানীরা এত মাথা ঘামাচ্ছেন?

মানব দেহের জন্য বেশিমাত্রায় পারদ মোটেই ভাল নয়। ক্ষতিকর বিভিন্ন কারণ হিসেবে তুলে ধরা হয়েছে-

* স্নায়ুতন্ত্রের সংহতিনাশ

* মস্তিষ্ক এর কার্য ক্ষমতা ধংস করে দেওয়া

* ডি এন এ এবং ক্রোমোজোমের ক্ষতি করা

* এলার্জি সংক্রান্ত রোগ বেড়ে যাওয়া

* চোখের অসুখ এবং স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া

* উচ্চ রক্তচাপ

এই সমস্যার সমাধানের জন্য গত ৯-১১ অক্টোবর জাপানে মিনামাটা শিরোনামে ১৩০ টি দেশের প্রতিনিধি দল নিয়ে ৩ দিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে কয়লা ভিত্তিক শিল্প কারখানা থেকে দূষণ কমানোর সংকল্পে স্বাক্ষর গ্রহণ করা হয় যা সাগরের পানিকে দূষিত করছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোন প্রতিনিধি যায়নি।

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics