জলবায়ু পরিবর্তন : দেখা যাক আট ক্ষতির খতিয়ান
সাইফুর রহমান সুমন
জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই পৃথিবী যে মারাত্মক হুমকির মুখে রয়েছে তা বোধ করি নতুন করে বলার কিছু নেই। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বন্যা এবং উত্তপ্ত বায়ু প্রবাহ ১৯৭০ সালের পর থেকে দিন দিন বেড়ে চলেছে। পুর্বের তুলনায় বর্তমান পৃথিবী পাঁচগুণ বেশী হুমকির মুখে রয়েছে এবং তা শুধুমাত্র বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দরুন সৃষ্ট। ১৯৭০ সালের সময় হিসাবে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, টর্নেডো, হ্যারিকেন, টাইফুন প্রভৃতি সংঘটিত হয়েছিল ৭৪৩ টি, কিন্তু বিংশ শতাব্দিতে এর সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ৩৪৯৬ টি ।
আসুন একনজরে পরিসংখ্যানের আলোকে দেখে নেয়া যাক, আটটি উপায়ে জলবায়ু পরিবর্তন কিরুপ বিশ্বব্যাপী হুমকি তৈরি করে চলেছে –
১) প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি
২) উত্তপ্ত বায়ু প্রবাহঃ পরিবেশ বিপর্যয়ের নতুন নিয়ামক
৩) বন্যা দ্বারা সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি
৪) প্রায় ৮৮৩৮ টি সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ যার প্রায় ৯০ শতাংশ বন্যা এবং ঝড়
৫) সামুদ্রিক ও আঞ্চলিক ঝড়ের কারণে সবচেয়ে বেশী মানুষ মারা যায়। ১৯৭০-২০১২ পর্যন্ত হিসাব করা হয়েছে ঝড়ের কারণে প্রায় ১.৪৫ থেকে ১.৯৪ মিলিয়ন মানুষ মারা যায়। দ্বিতীয় বড় কারণ খরা।
৬) বিগত ৪০ বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ২৩৯০ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়েছে।
৭) ১৯৭০-৮০ সালের পূর্ব আফ্রিকার খরা ছিল সবচেয়ে প্রাণঘাতী। প্রায় ৬ লক্ষ মানুষ মারা যায় সেই খরায়।
৮) হ্যারিকেন ও অন্যান্য গুরুতর ঝড় বিশ্ব অর্থনীতির মাথা আমেরিকার জন্য হুমকি স্বরূপ। ১৯৭০ থেকে ২০১২ সাল নাগাদ মহাদেশটিতে এ বাবদ প্রায় ২৯৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়।
সূত্রঃ www.theguardian.com অবলম্বনে ।
good job