জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে "প্রকৃতি উৎসব"

আগামী ২৪ মে  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী  “প্রকৃতি উৎসব” । বিশ্ববিদ্যালয়ের সংগঠন Nature Conservation Initiative (NCI) বা প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ এবং আইইউসিএন বাংলাদেশের সহযোগিতায়  “প্রকৃতি উৎসব” এ থাকছে র‍্যালী, আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এছাড়া থাকছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের স্টল প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ ফারজানা ইসলাম, IUCN এর ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন এর মুকিত মজুমদার বাবু।

nci nature

 Nature Conservation Initiative (NCI) বা প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ একটি পরিবেশবাদী সংগঠন। ৩রা ফেব্রুয়ারী, ২০১৩ তারিখে কয়েকজন তরুণের উৎসাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর যাত্রা শুরু হয়। বছরব্যাপী পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করে গেছে সংগঠনটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর জীববৈচিত্র, শিল্পকারখানার দূষণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ব পানি দিবস উপলক্ষে কাম্পাসে আয়োজন করা হয় সম্মেলনের। বর্ষাকালে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচির, সেদিন ক্যাম্পাস জুড়ে ৫০০০ গাছ রোপণ করা হয়। শুধুমাত্র গাছ  লাগানোই না, গাছের পরিচর্যার জন্য ও কর্মসূচী গ্রহণ করা হয়। সুন্দরবনের কাছে রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প স্থাপণের প্রতিবাদে মানববন্ধন করা হয় যেখানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

আলোকচিত্র প্রদর্শনী এর জন্য আলোকচিত্র পাঠাতে পারেন এই ঠিকানায় nci.ju.bd@gmail.com .

আলোকচিত্র জমা দেয়ার শেষ তারিখ ১৫ মে, ২০১৪। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/events/671656152869502/674326709269113/?comment_id=674446952590422&ref=notif&notif_t=event_mall_reply

 স্থানঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন

সময়ঃ সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা

“প্রকৃতি উৎসব” এ অংশগ্রণের জন্য যোগাযোগ করুনঃ

ফেসবুকঃ : https://www.facebook.com/groups/nci.ju.bd/

https://www.facebook.com/nci.ju.bd

মোবাইল নং- ০১৭২০০৪১৫৫২, ০১৮২৯০২৬৬১১

ইমেইলঃ  nci.ju.bd@gmail.com

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics