জ্যোৎস্নারাত্রি; একটি কবিতা
নিশাত হোসেন
ঘষে মেজে অমলিন করে রাখা গোপনীয়তা
আজ রাতে ডানা মেলে উড়তে চায়।
উপন্যাসের প্রথম পৃষ্ঠার টলটলে নারী চরিত্র
আজ জ্যোৎস্নার কাছে বলতে চায়,
বলতে চায়-
তার ছেঁড়া শাড়ি সেলাই করার গল্প,
বাগান থেকে কবিতা কুড়িয়ে নেয়ার গল্প,
রক্তজবায় সুখ খুঁজে পাওয়ার গল্প।
নদীকে পাড়াগাঁয়ের লাজুক বৌ বলে ভ্রম হয়,
ধ্বংসে মত্ত হওয়া অবিশ্বাসকে তৃষ্ণা বলে ভ্রম হয়,
তোমার আলোতে।
বলতে ইচ্ছে হয়-
তুমি কেন চুয়ে পর না আমার গায়ে?
তুমি কেন যুদ্ধ যুদ্ধ খেলো না আমার সাথে?
জ্যোৎস্নারাত্রি,
আমায় একটা অমায়িক মুখোশ করে নাও,
করে নাও তোমার ফুলের ছেঁড়া পাপড়ি।