ডলফিনের সঙ্গে আলাপন?

পশু-পাখির সঙ্গে ভাববিনিময় করতে চাইলে সম্ভবত ডলফিনই হবে মানুষের প্রথম লক্ষ্য। কারণ, সাংঘাতিক বুদ্ধিমান এই জলচর প্রাণী মানুষের প্রতি বেশ বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তা ছাড়া এরা নিজেদের মধ্যে যোগাযোগের এক জটিল ও রহস্যময় পদ্ধতি ব্যবহার করে। তবে যুক্তরাষ্ট্রে বহু বছরের গবেষণার পরও সেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির গবেষক ডেনিজ হার্জিং ও তাঁর সহকর্মীরা বাহামা অঞ্চলের ডলফিন নিয়ে ২৮ বছর ধরে কাজ করছেন। তিনি ডলফিনদের সাংকেতিক আওয়াজের রেকর্ড বিশ্লেষণের ভিত্তিতে বলছেন, ‘ডলফিনরাও মানুষের ব্যাপারে বেশ আগ্রহী বলেই মনে হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে হয়তো একদিন এই প্রাণীর সঙ্গে মানুষের যোগাযোগ সম্ভব হবে।’ লাইভসায়েন্স। 2013-06-09-18-11-08-51b4c53c28a49-21

সূত্রঃ দৈনিক প্রথম আলো (১০/০৬/২০১৩)

http://www.prothom-alo.com/detail/date/2013-06-10/news/359250

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics