ডিআইইউঃ পুষ্টি বিষয়ক পরামর্শদান কেন্দ্র চালু
রাযীন আশরাফ
সাম্প্রতি ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং অনুষদের যৌথ উদ্যোগ এ চালু হল “পুষ্টি বিষয়ক পরামর্শদান কেন্দ্র” বা diet counseling centre. এই খবর তারা প্রেস এর কাছে নিশ্চিত করেছে।
পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ডাঃ শাহ মোঃ কেরামত আলী প্রধান অতিথি হিসেবে পুষ্টি পরামর্শদান কেন্দ্র চালু করেন। এছাড়া বারডেমের পুষ্টি বিভাগের প্রধান ডাঃ আক্তারুনাহার আলো , ফারজানা আঞ্জিন,ঊর্ধ্বতর পুষ্টি কর্মকর্তা, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক এবং এ কে ওবায়দুল হক, সহকারী অধ্যাপক, খাদ্য প্রযুক্তি ও পুষ্টিগত বিজ্ঞান বিভাগ, এমবিউএসটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর ডঃ ফরমযুল হকের সভাপতির ভূমিকা পালন করেন। এছাড়া জনস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ বেলাল হোসেন, ডঃ নাদিরা মেহ্রিবান সহকারী অধ্যাপক, এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।