ড্রাগন মাছের গল্প
ড্রাগনের নাম শুনলেই হয়তো অনেকেই আমরা চমকে উঠি, চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট কিছু কাল্পনিক প্রাণীর কথা। অত্যন্ত সুন্দর মান্দারিন ফিশ ড্রাগনেট পরিবারের অন্তর্ভুক্ত একটি সামুদ্রিক প্রাণী। মান্দারিন ফিশ বা মান্দারিন ড্রাগনেট অত্যন্ত সুন্দর উজ্জ্বল বর্ণের একটি ছোট মাছ। এটি মাত্র ৪ ইঞ্চি পরিমাণ লম্বা হয়। এই মাছের দেহে কিছু আলোক বিচ্ছুরণকারী পদার্থ আছে যা একে আরো রহস্যজনক সুন্দর করে তোলে। প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি কোরাল বেষ্টিত ছোট ছোট দ্বীপ এই মাছের স্থায়ী নিবাস। এই রঙিন বর্ণের ডোরাকাটা দাগ তাদের কোরালের মধ্যে মিশে গিয়ে শত্র“র চোখে ধুলা দিয়ে আত্মরক্ষা করতে সাহায্য করে। এরা কর্ডাটা পর্বের, এক্টিনোপটিরাইজি শ্রেণীর, পারসিফরমিস বর্গের, ক্যালিওনাইমিডি গোত্রের একটি মাছ। এদের নাম মান্দারিন হওয়ার পেছনেও একটা মজার কারণ আছে। চীনের নানা রঙিন লম্বা আলখাল্লা পরিহিত সম্রাটদের মান্দারিন বলা হতো। আর এই মাছটি যেহেতু অনেক বর্ণময় তাই একেও মান্দারিন নাম দেয়া হয়েছে। মান্দারিন ছাড়াও এদের সবুজ মান্দারিন, ডোরাকাটা মান্দারিন, ডোরাকাটা ড্রাগনেট, সবুজ ড্রাগনেট ইত্যাদি নামেও ডাকা হয়।
সূত্রঃ ইন্টারনেট