তিলা কুটিকুড়ালি
তিলা কুটিকুড়ালি বা ক্ষুদে কাঠঠোকরা (Picumnus innominatus) ( ইংরেজি Speckled Piculet) পিসিডি পরিবারের অন্তর্গত পিকুমনাস গণের এক প্রজাতির বিরল পাখি । এরা কাঠঠোকরা-জাতীয় পাখি। এরা বাংলাদেশের স্থানীয় পাখি । এদের বাংলাদেশের সিলেট অঞ্চলে দেখতে পাওয়া যায় । এককালে এদের খুলনা বিশেষ করে সুন্দরবনে দেখতে পাওয়া যেত । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
তিলা কুটিকুড়ালি ছোট আকারের পাখি । পুরুষ ও স্ত্রী প্রজাতি দেখতে একই কিন্তু স্ত্রী আকারে পুরুষ থেকে ছোট । এদের পাখা হলুদ বর্ণের । ঠোঁট সরু ও চিকন । সাদা রঙের পেটের মাঝে কালো কালো ছোপ দেখতে পাওয়া যায় । পায়ের রং কালো ।
জলাভূমিময় পাইন গাছের বন , ক্রান্তীয় বা উপ ক্রান্তীয় নিচু জলাভূমির বন ও ক্রান্তীয় বা উপ ক্রান্তীয় পর্বতময় বন তিলা কুটিকুড়ালির প্রাকৃতিক বাসসস্থান ।