১৫ ডিসেম্বর, স্টকহোম, সুইডেনঃ এক পশলা বৃষ্টির পর বরফাচ্ছন্ন অরলানজেন লেকের উপর দিয়ে স্কিং করছেন একজন অভিযাত্রী। সে সময়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রী সেলসিয়াস------Tobias Rostlund/AFP/Getty Images
দা গার্ডিয়ানের চোখে ২০১৩: আলোচিত "চরম প্রকৃতি"
সপ্তম বারের মতো উষ্ণতম বছরের রেকর্ড গড়ে বিদায় নিলো ২০১৩ সন। বছর জুড়ে পৃথিবী ব্যাপী বিরাজ করেছে চরম ভাবাপন্ন আবহাওয়া। দশকের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন, দাবদাহ,আর চরম বিশৃঙ্খল আবহাওয়া দেখার অভিজ্ঞতা অর্জন করলেন বিশ্ববাসী। ব্রিটিশ দৈনিক দা গার্ডিয়ান এর চোখে বছরের আলোচিত প্রাকৃতিক বিপর্যয় গুলোর দিকে একবার চোখ ফেরানো যাক।
বড় আকারে দেখতে ছবিতে ক্লিক করুন।
সাত নভেম্বর ২০১৩, ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় রাজ্য সামার আর গুইওয়ান এর উপর দিয়ে বয়ে গেলো টাইফুন হাইয়ান। ১৪৫-১৯৫ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় হাজার হাজার বাড়িঘর রাস্তা এবং বিভিন্ন স্থাপনা। গৃহহীন হয়ে পরে এক লাখেরও অধিক। স্যাটেলাইটে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে ভয়ংকর হাইয়ান এগিয়ে চলেছে ফিলিপাইনের দিকে—- Japan Meteorological Agency and EUMETSAT/Barcroft Mediaলায়েত দ্বীপ, ফিলিপাইনঃ ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফিরছেন আপন জন। টাইফুন হাইয়ানের পর—- Dennis M. Sabangan/EPA৪ জানুয়ারী, তাসমানিয়া অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পরেছে দক্ষিণের বনাঞ্চলে। ছবিটি হোমস পরিবারের কাছ থেকে পাওয়া। দাদী হোমস তাঁর দুই নাতনী কে নিয়ে আশ্রয় নিয়েছেন বনের পাশে কোন এক জেটিতে। গত গ্রীষ্মে রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয় দক্ষিণ অস্ট্রেলিয়ায়—- Tim Holmes/AP১৫ জানুয়ারী, কানুডস ব্রাজিলঃ ককোরবো বাঁধের পার্শ্ববর্তী লেক শুঁকিয়ে চৌচির। খাবারের খোঁজে দৌড়ে ফিরছে একটি ছাগল। দশকের সবথেকে ভয়াবহ খরার কবলে পরেছে ব্রাজিলের উত্তর- পূর্বাঞ্চল, যার ফলে ধাক্কা লেগেছে জল বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায়, খরায় পুড়েছে হাজার হাজার একর ভুট্টা আর তুলা। শত শত গবাদিপশু খাদ্যাভাবে প্রাণ হারিয়েছে এবার—- Lunae Parracho/Reuters১৭ জানুয়ারী, জাকার্তা, ইন্দোনেশিয়াঃ অতিরিক্ত বর্ষণে তলিয়ে যায় রাজধানী জাকার্তার বেশীর ভাগ এলাকা। ১০০০০ হাজারেরও বেশী মানুষ হয়ে পড়েন গৃহহীন। ছবিতে দেখা যাচ্ছে, তলিয়ে যাওয়া একটি মার্কেটে দিব্যি বেচাকেনা চলছে—— Adek Berry/AFP/Getty Images১৭ মার্চ, কোর্টেরটন, নিউজিল্যান্ডঃ খরার কবলে পরেছে উত্তর নিউজিল্যান্ড এর দ্বীপ গুলো। দাবানলের সতর্কবার্তা তাই সাইনবোর্ডে—— Nick Perry/AP১৬ মার্চ গুইঝু প্রদেশ, চীনঃ বসন্তেও অবসান হয়নি খরার। পশ্চিম চীনের লাখ লাখ মানুষ খাবার পানির স্বল্পতায় ভুগছেন। গুইঝু প্রদেশের দক্ষিণ- পশ্চিম আর গানসু প্রদেশের উত্তর- পশ্চিমের প্রায় এক মিলিয়নের অধিক জনগোষ্ঠীর পানির উৎস কুয়া গুলো এভাবেই শুকনো রয়ে যায়—– Rex Features২৬ মার্চ, এন্ট্রিম কাউন্টি , উত্তর আয়ারল্যান্ডঃ কৃষক ডোনাল্ড ও’রেলি বরফের খাঁজে খুঁজে ফিরছেন ভেড়ার বাচ্চা। ১৯৮২ সালের পর এ বছরেই সব চেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হলো যুক্তরাজ্যের এই অঞ্চলে—— Cathal Mcnaughton/Reuters২৩ মে মুর, ওকলাহোমাঃ তিনদিন আগের টর্নেডোতে সব হারিয়েছেন, এখনও চলছে থেমে থেমে ঝড় আর বজ্রপাত। জীবন থেমে থাকে না—– Jewel Samad/AFP/Getty Images১৭ জুন, ভিলা লাউঞ্জ,ফ্রান্সঃ gap da pau নদীর উজানে অতি বর্ষণ। ১৮৯৭ সালের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো। ক্যাথলিকদের পুণ্য শহর হিসেবে খ্যাত লো’ডস হলো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ—– Laurent Dard/AFP/Getty Images২২ জুন, উত্তরখান্ড, ভারতঃ ভরা বর্ষায় অতি বর্ষণে আলোকনন্দা নদীর দুকূল ছাপিয়ে বন্যা ছুটেছে। হাজার হাজার বাড়িঘর,পুণ্যস্থান, আর মানুষ ভেসে গেছে স্রোতের তোড়ে। ছবিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর সৈন্যেরা একটি অস্থায়ী সেতু নির্মাণ করে উদ্ধার কাজ পরিচালনার চেষ্টা চালিয়ে জাচ্ছেন—- Danish Siddiqui/Reuters৬-৭ জুলাই, বেইচুয়ান, চীনঃ দক্ষিণ- পশ্চিমাঞ্চলের এই প্রদেশে “বৃষ্টিপাত” গত পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙ্গেছে এ বছর। ২০০৮ সালের ভূমিকম্পের পর কার্যত জনশূন্য হয়ে পরা বেইচুয়ান এর শহর কুসানে সাত মিটার উঁচু জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেছে বহু ঘরবাড়ী—— AFP/AFP/Getty Images৮ জুলাই, টরেন্টো, কানাডাঃ ভারী বর্ষণে মাঝপথে আটকে পরেছে ট্রেন। তবে যাত্রীদের উদ্যম অপেক্ষা চলছেই। দক্ষিণ আলবার্টায় এ বছরের জুনের বন্যা কে আখ্যায়িত করা হয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক বিপর্যয় হিসেবে। ইনস্যুরেন্স কোম্পানি গুলোর হিসেব মতে এর পরিমাণ ১.৭ বিলিয়ন ডলার—– Christopher Drost/Corbisজুলাই, ভালবার্ড, গ্রিনল্যান্ডঃ ১৬ বছর বয়েসের এই মেরু ভালুকটি প্রাণ হারিয়েছে ক্ষুধার যন্ত্রণায়। মে’তে ফিনল্যান্ড এর তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০.৫ ডিগ্রী। যার ফলসরূপ, বরফ গলন আর খাদ্যাভাবে পড়ে প্রাণ হারায় ভালুকটি——- Ashley Cooper/Global Warming Images২১ আগস্ট, ব্ল্যাক মিডোও, ক্যালিফোর্নিয়াঃ দাবানলে জ্বলছে বন। তবে, আশার বাণী শুনিয়েছেন জাতীয় আভ্যন্তরীণ অগ্নি নির্বাপণ সংস্থা। গত দশ বছরের তুলনায় এবার দাবানলে ক্ষতির পরিমাণ গড়ে কম। অস্বাভাবিক আবহাওয়ার দরুণ অধিক বৃষ্টিপাত মার্কিন যুক্তরাষ্ট্রের এই রাজ্যে দাবানলে ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমিয়ে দিয়েছে—— Justin Sullivan/Getty Images৩ ডিসেম্বর, কেনিয়াঃ মাসাইমারা গেম রিজার্ভে ফিরে আসছে ওয়াইল্ডবিস্টের দল। বছরের এ সময়ে মাসাইমারা থেকে তানজানিয়ার সেরেঙ্গাতি ন্যাশনাল পার্কে অভিবাসনে যায় বিস্টের দল। এ বছর, মাস না ঘুরতেই সেরেঙ্গাতি থেকে মাসাইমারায় ফিরে আসে দলটি। সেরেঙ্গাতিতে চলছে খরা… —— Rebecca Blackwell/AP৫ ডিসেম্বর, ব্ল্যাকপুল, যুক্তরাজ্যঃ প্রবল দমকা বাতাস সাথে ভারী বৃষ্টিপাতে প্লাবিত ব্ল্যাকপুলের সাগর তীরবর্তী রাস্তাগুলো। ২০১৩ সালে যুক্তরাজ্যের অনেক শহরেই এমন চিত্র দেখা গেছে—— John Giles/PA১৫ ডিসেম্বর, স্টকহোম, সুইডেনঃ এক পশলা বৃষ্টির পর বরফাচ্ছন্ন অরলানজেন লেকের উপর দিয়ে স্কিং করছেন একজন অভিযাত্রী। সে সময়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রী সেলসিয়াস——Tobias Rostlund/AFP/Getty Images