গত ১৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে হয়ে গেল “দা সয়েলস অব বাংলাদেশ” বা ”the soils of Bangladesh “ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
বাংলাদেশের মাটি নিয়ে এই বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রবীণতম অধ্যাপক ডঃ এস এম ইমামুল হক এবং তাঁর সাথে সহ-লেখক ছিলেন জালাল উদ্দিন মোঃ শোয়েব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ডঃ শহীদ আখতার হোসেন (প্রশাসন)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ আ আ স ম আরেফিন সিদ্দিক।এছাড়া অনুষ্ঠানে আড়ও উপস্থিত ছিলেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ আমিনুল রহমান মজুমদার, প্রফেসর ডঃ আমিনুল ইসলাম, বি জে আর আই এর পরিচালক মোহাম্মদ হোসেন এছাড়া আরও অনেকে।
বইটি সম্পর্কে লেখক ডঃ ইমামুল হক বলেন, ওয়ার্ল্ড সয়েল বুক সিরিজ এর এই বইটি শুধু যে মৃত্তিকা গবেষণার কাজে আসবে তা নয় বরং এই বইটি অর্থনীতিবিদ, সমাজকর্মী, চিন্তাবিদ, রাজনীতিবিদ সবাই পড়তে পারবে। এই বইটিতে মৃত্তিকার আদি ইতিহাস থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান অবস্থা পর্যন্ত অতি সাবলীল ভাষায় লিখা আছে। অন্যদিকে প্রধান অতিথি বলেন, আমাদের দেশে চাষের জমি অনেক কমে যাচ্ছে। সামনে আমাদের অনেক সংকট রয়েছে, এই সব সংকট মোকাবেলা করতে মৃত্তিকার গবেষণা বাড়ানোর কোন বিকল্প নেই।
চৌদ্দটি অধ্যায়ে রচিত বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের কৃষকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দেশ আজ খাদ্যএ স্বয়ংসম্পূর্ণ।বইটির মূল্য এক হাজার টাকা। এটি পাওয়া যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র- শিক্ষক কেন্দ্রে অবস্থিত বই বিক্রয় কেন্দ্রে এবং মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগে। প্রফেসর পেশায় ডঃ ইমামুল হক উপমহাদেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের একজন শিক্ষক। তার প্রকাশিত অসংখ্য জার্নাল এবং মৃত্তিকা উপর বেশ কিছু প্রয়োজনীয় বই রয়েছে। অন্যদিকে জালাল উদ্দিনএস আর ডি আই এর একজন ঊর্ধ্বতর কর্মকর্তা ছিলেন। মৃত্তিকা সংরক্ষণে তাঁর অবদান অতুলনীয়।