দেখতে বানরের মতো
চীনের হুবেই প্রদেশের একটি প্রাচীন হ্রদ অববাহিকায় একটি ছোট জীবাশ্মের (ফসিল) সন্ধান পাওয়া গেছে। এতে ছোট লেজ, তীক্ষ দাঁত ও বানরের মতো পায়ের চিহ্ন দেখে গবেষকেরা ধারণা করছেন, ফসিলটি প্রাচীনতম প্রাইমেটের হতে পারে। নেচার সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আর্কিসেবাস অ্যাকিলিস প্রজাতির প্রাইমেট ফসিলটি প্রায় সাড়ে পাঁচ কোটি বছরের পুরোনো। ডাইনোসর বিলুপ্ত হয়েছিল আরও এক কোটি বছর আগে। এর ৭০ লাখ বছর পর প্রাইমেটের অস্তিত্ব ছিল বলে তথ্য রয়েছে এবং সেটিই সবচেয়ে পুরোনো প্রাইমেট বলে বিজ্ঞানীরা এত দিন পর্যন্ত মনে করতেন। আর্কিসেবাস রাতের চেয়ে দিনের বেলায় বেশি তৎপর থাকত বলে ধারণা করা হয়। এরা পোকামাকড় ও ছোট আকারের অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকত। ইনডিপেনডেন্ট ও বিবিসি।