নিশাচর প্রাণীদের গল্পঃ- ১(পেঁচা)
পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে বেশি দৃষ্টি শক্তির অধিকারী হলো পেঁচা। পৃথিবীজুড়ে ১৭০ ধরনের বিভিন্ন প্রজাতির পেঁচা দেখা যায় যাদের অধিকাংশই রাতের বেলা বের হয় শিকারের জন্য। পেঁচাদের দৈহিক বৈশিষ্ট্যের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ওদের বড় বড় গোল দুটো চোখ। দিনের আলো পেঁচা সহ্য পারে না। খুব সূক্ষ্ম শব্দের প্রতিধ্বনি হয় এদের কানে। পেঁচার শ্রবণ শক্তি দুর্দান্ত। অন্ধকারে খসখস-নড়াচড়ার শব্দ শুনেই সে বুঝে ফেলতে পারে শিকারের অবস্থান। বেশিরভাগ পেঁচারই লম্বা ও ধারালো নখ আছে। পাখা দুটো বেশি না দুলিয়েই এরা উড়তে পারে এবং সে কারণেই শব্দ না করে খোলা বাতাসে পাক খেতে পারে অনায়াসে। একবার যখন তার শিকারকে খুঁজে পায় অমনি সে বাঁকানো নখড়ের থাবা নিয়ে নেমে আসে শিকার ধরতে। ওদের খাবারে তেমন কোন বাছবিচার নেই। ক্ষুদে ইঁদুর, শুয়োপোকা, ঢোরা সাপ, ব্যাঙ কি নেই ওদের খাবারের তালিকায়।
সূত্রঃ ইন্টারনেট