নীল তিমি
পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি। সামুদ্রিক এই স্তন্যপায়ী লম্বায় ১০০ ফুটের বেশি হয় এবং ওজনে ২০০ টন বা ১৮১ মেট্রিক টন। নীল তিমি সাধারণত ‘ক্রিল’ নামের অত্যন্ত ক্ষুদ্র এক ধরনের চিংড়ি মাছ খেয়ে থাকে। একটি পূর্ণ বয়স্ক তিমি একদিনে ৪ টন ক্রিল খেয়ে থাকে। নীল তিমিদের ‘বালিন তিমি’ ও বলে। বালিন হলো খাদ্য পরিশোধনের একটি ঝালর বিশিষ্ট থালা যা মুখের ভেতরে থাকে। নীল তিমিকে সমুদ্রের পানির নিচে নীল দেখালেও বাস্তবে এরা ধূসর নীল রঙের হয়। অসংখ্য জীবাণু তাদের পেটের নিচে অবস্থান করায় তিমির শরীরের এই অংশ হলুদাকার হয়। দক্ষিণ ও উত্তর মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর সব সমুদ্রে নীল তিমি রয়েছে। এরা সচরাচর একা অথবা জোড়া হয়ে একসঙ্গে ঘুরে বেড়ায়। এরা ছোট ছোট দলে সাঁতার কাটে। গ্রীষ্মকালে মেরু ও শীতকালে তারা নিরক্ষীয় অঞ্চলে বাস করে। উত্তেজিত অবস্থায় এরা ঘণ্টায় ৩২ কি.মি. বেগে সাঁতার কাটতে পারে! অনেক উচ্চৈঃস্বরে আওয়াজ করতে পারে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর পক্ষে অসম্ভব। এরা একে অপরের সঙ্গে ১৬০০ কি.মি. দূর থেকে শিস দিয়ে ভাব বিনিময় করতে পারে। এদের গড় বয়স ৮০-৯০ বছর।
সূত্র : ইন্টারনেট