পরিবেশ: ফিরে দেখা ২০১২
ক্ষতিপূরণ
দুই বছর আগে মেক্সিকো উপসাগরে তেলের রিগে বিস্ফোরণের পরের ছবি এটি৷ এতে দেখা যাচ্ছে কীভাবে তেল বের হয়ে আসছে পাইপলাইন থেকে৷ এই ঘটনার শিকার এক লাখেরও বেশি জেলেকে এই বছরের মার্চ মাসে ক্ষতিপূরণ দিতে রাজি হয় ব্রিটিশ তেল কোম্পানি বিপি৷
ছাই গাছের বিপদ
ইউরোপের ছাইগাছগুলোতে আক্রমণ করেছিলো ‘খালারা ফ্র্যাক্সিনা’ নামে এক ছত্রাক৷ এর ফলে ব্রিটেনের প্রায় আট কোটি গাছ বিপন্ন হয়ে পড়ে৷ ত্রিশ বছর আগে এমনই এক ছত্রাক আক্রমণে ব্রিটেনের আড়াই কোটি গাছ মরে যায়৷
কেবল আশাই সার
রিও প্লাস টোয়েন্টি সম্মেলনে অনেক আশা নিয়েই এসেছিল দেশগুলো৷ গত ১৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলে এই সম্মেলন৷ তবে তেমন কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এই সম্মেলন৷
অসহায় প্রজাপতি
গত আগস্ট মাসে গবেষকরা জানান যে ফুকুশিমার দাইচি পরমাণু কেন্দ্রের আশেপাশের প্রজাপতিগুলোতে তারা অস্বাভাবিক লক্ষণ খেয়াল করেছেন৷ তারা জানান, যে ফুকুশিমার পরমাণু কেন্দ্র থেকে তেজষ্ক্রিয়তা বের হওয়ার প্রমাণ পাওয়া গেছে এবং এটা প্রজাপতিগুলোকে সংক্রমিত করছে৷
গন্ডারের সন্ধান
আগস্ট মাসে ইন্দোনেশিয়ার সুমাত্রার ন্যাশনাল পার্কে এই গন্ডারটি দেখা যায়৷ গত ২৬ বছরের মধ্যে এই প্রথম এই প্রজাতির গন্ডার চোখে পড়লো৷ সাতটি নারী আর একটি পুরুষ প্রজাতির গন্ডার ছিলো তাদের মধ্যে৷
নতুন বাতি
বিদ্যুৎ অপচয় ঠেকাতে গত পহেলা সেপ্টেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়ন এই জ্বলজ্বলে আলোর বাতি নিষিদ্ধ করে৷ তার বদলে চালু করা হয় এলইডি বাতি৷ এর কারণ জ্বলজ্বলে বাতিগুলো যে পরিমাণ বিদ্যুৎ টানে তার মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করে৷ অন্যদিকে এলইডি বা ফ্লোরেসেন্ট বাতিগুলো ৯০ ভাগ বিদ্যুৎ কাজে লাগায়৷
বরফ গলছেই
গ্রীষ্ম আসার পর উত্তর মেরুতে আরও বেশি করে এবার বরফ গলেছে৷ আর্কটিকের বরফের আকার সর্বনিম্নে গিয়ে পৌছেছে গত ১৬ সেপ্টেম্বর৷ এর আকার ছিলো মাত্র ৩.৪১ মিলিয়ন বর্গকিলোমিটার যা স্বাভাবিক আকারের চেয়ে প্রায় অর্ধেক৷
গলাজলে দাঁড়িয়ে প্রতিবাদ
সেপ্টেম্বর মাসে ভারতের মধ্যপ্রদেশ এলাকাতে এই অভিনব প্রতিবাদ সকলের নজর কাড়ে৷ বাঁধ নির্মাণের কারণে এই অঞ্চলে পানি এসে সব ডুবিয়ে দিয়েছে৷ তাই স্থানীয় অধিবাসীরা এভাবে পানির মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়৷
স্যান্ডির ভয়াবহতা
বছর কয়েক আগে হারিকেন ক্যাটরিনা নিউ অর্লিন্স এলাকাতে আঘাত হানলে অনেক মানুষ প্রাণ হারায়৷ গত অক্টোবরে তার চেয়েও শক্তিশালী স্যান্ডি এসে আঘাত হানে নিউ ইয়র্কে৷ সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়৷ ১৮০০ সালের পর প্রথমবারের মত নিউ ইয়র্কের শেয়ার বাজার বন্ধ রাখা হয়৷
পরমাণু শক্তিকে ‘না’
জার্মানিতে পরমাণু শক্তির বিরুদ্ধে জনমত শক্তিশালী হচ্ছে৷ তাই জার্মান সরকার আগামী ২০২২ সালের মধ্যে তাদের নয়টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বছর৷ এর বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে৷
আলোচনা অব্যাহত
ডিসেম্বরে কাতারে হয়ে গেলো বিশ্ব উষ্ণায়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন৷ দোহার এই সম্মেলনে শেষ পর্যন্ত একটি সমঝোতা আসে কিয়োটো প্রটোকোলের মেয়াদ আরও বাড়ানোর ওপর৷
সূত্রঃ http://www.dw.de