পাতাল নদী
প্রাকৃতিকভাবে সৃষ্ট পুয়েত্রা প্রিন্সিসেসকা নামের পাতাল নদীটি ফিলিপাইনের জাতীয় উদ্যান হিসেবে পরিচিত। এটি প্রায় ৫০ কিলোমিটারজুড়ে বিস্তৃত। এর উৎপত্তি সাবাং শহরের সাবটেরিয়ান নদী থেকে। উদ্যানটি সেইন্ট পল পাহাড়ের উত্তর উপকূলে। নদীর ৮ দশমিক ২ কিলোমিটার পাহাড়ের মধ্য দিয়ে এক অন্ধকার গুহার ভেতর দিয়ে বয়ে চলেছে। পৃথিবীর অনেক দেশই এ নদীটি সম্পর্কে জানত না। পাহাড় ও সাগরের চমৎকার ইকো সিস্টেম গড়ে উঠেছে এখানে।
পৃথিবীতে ১৩ ধরনের বনের মধ্যে আট ধরনের বন রয়েছে পুয়েত্রা প্রিন্সিসেসকায়। প্রায় ৮০০ প্রজাতির গাছ এবং ১৬৫ প্রজাতির পাখি রয়েছে এখানে। এখানকার নীল ঘাড়ের তোতা পাখি, পাহাড়ি ময়না, সাদা বুকের সামুদ্রিক ইগল খুবই বিখ্যাত। তবে সবচেয়ে বেশি দেখা যায় উড ল্যান্ড ব্যাঙ। গুহার ভেতর রয়েছে ৯ প্রজাতির বাদুড়। বিশেষ নৌকায় করে গুহার ভেতর দিয়ে ঘুরে আসা যায়। ইউনেসকো নদীটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় ১৯৯৯ সালে।
জুনায়েদ তানভীর ৩০/০৭/২০১৩
এনভাইরনমেনটমুভ ডেস্ক