পানি নিয়ে আরও কিছু মজার তথ্য
বাতাসের চাইতে পানির নিচে শব্দের গতি ৫ গুণ বেশি।
অভ্যন্তরীন পানি ব্যবহারের শতকরা ৩৫ শতাংশই ব্যবহূত হয় টয়লেটে।
আইসবার্গের বা ডুবো বরফের পাহাড়ের শতকরা ৯০ ভাগই থাকে পানির নিচে।
যেকোনো স্পঞ্জ গরম পানির চাইতে অধিক পরিমাণে ঠান্ডা পানি ধারণ করতে পারে।
পানি যখন বরফে পরিণত হয় তখন তা শতকরা ৯ ভাগ পর্যন্ত প্রসারিত হতে পারে।
জিরাফ এবং ইঁদুর উটের চাইতে বেশি সময় পানি ছাড়া বাঁচতে পারে।
আমাদের শরীর এক শতাংশ পানি হারালেই আমরা তৃষ্ণার্ত অনুভব করি।
নায়াগ্রা জলপ্রপাতের পানি দিয়ে প্রতি সেকেন্ডে চার হাজার বাথটাব পানিপূর্ণ করা যাবে।
শসার মধ্যে ৯৬ শতাংশই হলো পানি।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক (০৬/০৬/২০১৩)