পুষ্প সাহা পুকুর অবিলম্বে দখল-ভরাটমুক্ত করতে হবে

লালবাগ থানার অন্তর্গত আমলীগোলা জগন্নাথ সাহা রোড়ের পুষ্প সাহা পুকুরটি শহীদনগর, চৌধুরীবাজার, ঋষিপাড়া, বৌদ্ধপাড়া, ডুরি আঙ্গুল, নবাবগঞ্জ ও বালুঘাট এলাকার মানুষের গোসল, গৃহস্থালি কাজের পানি এবং পুরান ঢাকার মতো ঘনবসিতপূর্ণ এলাকার পরিবেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছিল। কিন্তু সরকারি উদ্যোগের অভাবে ভরাট এবং দখলের প্রক্রিয়ায় জনগুরুত্বপূর্ণ এই পুকুরটি তার অস্তিত্ব হারিয়ে ফেলতে চলেছে। পরিবেশ ও জনগুরুত্ব বিবেচনায় পুষ্প সাহা পুকুর অবিলম্বে দখল ও ভরাট মুক্ত করা জরুরী। আজ ০২ মে ২০১৪, শুক্রবার সকাল ১০:৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রীণমাইন্ড সোসাইটি ও পুষ্পসাহা পুকুর রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে উক্ত দাবি জানানো হয়।P1000064

পুষ্প সাহা পুকুরটি এলাকার একমাত্র পুকুর হওয়ায় বর্ষা মৌসুমে অত্র এলাকার ভয়াবহ জলাবদ্ধতা লাঘবে পানির ধারক হিসেবে ব্যবহৃত হতো। তাছাড়া কাপড়-চোপড় ধোয়া, গৃহস্থালি প্রয়োজনসহ হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী বিসর্জন, ভূগর্ভস্থ পানির পুনঃভরণ, শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, অগ্নিকান্ডের মতো দূর্যোগের সময় এ পুকুরটির পানিই ছিল মূল ভরসা। মাননীয় প্রধানমন্ত্রীও যখন জলাধার সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে তখন মহানগরী ঢাকার মধ্যে অবস্থিত পুষ্প সাহা পুকুরটি কেবল সরকারি উদ্যোগের অভাব এবং অবহেলায় ভরাট ও দখলের প্রক্রিয়ায় নি:শেষ হয়ে যাবে এটা মেনে নেয়া যায় না।

পুষ্প সাহা পুকুর থেকে সকল বর্জ্য অপসারণ এবং অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহার উপযোগী করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পীস মুভমেন্টের সভাপতি অধ্যাপক কামাল আতাউর রহমান, গ্রীণমাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, পবার কো-অর্ডিনেটর আতিক মোরশেদ, পুষ্প সাহা পুকুর রক্ষা কমিটির আহবায়ক মো: সায়েমুল ইসলাম, নাসফের সহ সম্পাদক মো: সেলিম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামাণিক, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক ভাসানী প্রমুখ।

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics