![](https://www.environmentmove.earth/wp-content/uploads/2013/05/313382_504892499546144_331075723_n.jpg)
পৃথিবীর সবচেয়ে বড় ঈগল
পৃথিবীর সবচেয়ে বড় ঈগল পাখির নাম হল Steller’s Sea Eagle যার বৈজ্ঞানিক বা দ্বিপদী নাম (Haliaeetus pelagicus)। এটি পাওয়া যায় এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ জাপানের উত্তরে এবং রাশিয়ার দক্ষিণাঞ্চলে সাগরের তীরবর্তী উপকূলীয় এলাকা এবং দ্বীপগুলিতে। এর নাম Steller’s Sea Eagle নামটি এসেছে জার্মান প্রকৃতিবিদ Georg Wilhelm Steller এর নাম অনুসারে যিনি রাশিয়ায় প্রকৃতি নিয়ে অনেক গবেষণা করেছেন। তবে স্থানীয় মানুষ রাশিয়ার এটাকে morskoi orel বা সাগরের ঈগল এবং জাপানে 0-washi বা বড় ঈগল বলে ডাকে।
এটি যদিও শিকারি পাখি তবুও এর ওজন হয় প্রায় ৬ থেকে ৯ কেজি!! এই ঈগল সাগরের মাছ খেয়ে বেঁচে থাকে। এদের প্রিয় মাছ হল Trout ও Salmon যা অগভীর পানিতে তারা জীবিত ধরে ধরে খেয়ে থাকে।
শিল্প দূষণ, প্রজনন বাসস্থান ধ্বংসের ফলে এই বৃহৎ পাখিটি দিন দিন বিপন্ন হয়ে যাচ্ছে তাই সংরক্ষণের জন্য জাপানে অনেক পদক্ষেপ নেয়া হচ্ছে।
মাইন রানা
ছবিঃ উইকিপিডিয়া