প্রাধিকার এর সহযোগীতায় সিলেটে ষষ্ট বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন “প্রাধিকার” এর সহযোগীতায় ষষ্ট বিশ্ব ব্যাঙ সংরক্ষণ দিবস পালিত হয়ে গেলো সিলেটে । এবারের অনুষ্ঠান সম্পন্ন করা হয় শহরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান “সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে”।
শিক্ষকমন্ডলী এবং ছাত্রদের উপস্থিতিতে মুখরিত ছিলো পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষন জনাব হাশেম আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাঃ তিলক চন্দ্র নাথ এবং ডাঃ রিয়েল দত্ত। প্রাধিকারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মওদুদ আহমেদ, সহ সভাপতি শাওন দত্ত, যুগ্ম সম্পাদক তারিক হাই দিগন্ত, কোষাধ্যক্ষ আকাশ খাসনবীশ, জনসংসোগ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ তাপাদার এবং কার্যনির্বাহী বোর্ডের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের প্রধান তিনটি অংশ ছিলো, প্রথম অংশে ব্যাঙ কি? ব্যাঙের প্রয়োজনীয়তা কি এবং ব্যাঙ সংরক্ষনের উপায় নিয়ে প্রদর্শনি পরিচালন করেন প্রাধিকারের সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়। অনুষ্ঠানের দ্বিতীয় অংশ সাজানো হয়েছিলো উপস্থিত ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগীতা এবং চিত্রাংকন। এতে উভয় পক্ষের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কে আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠানের তৃতীয় অংশে উপস্থিত জনতার জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং সমাপণী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।