"প্রাধিকার" কার্যনির্বাহী বোর্ডের দশম আলোচনা সভা ও সাংগঠনিক পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত
শীত শীত ভাবের হেমন্তের পড়ন্ত বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাধিকারের কার্যনির্বাহী বোর্ডের দশম আলোচনা সভা ও সংগঠনের সাংগঠনিক পরিচয়পত্র বিতরণ।সাধারন সম্পাদক জয় প্রকাশ রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই আলোচনার আলোচ্যসূচি তুলে ধরেন পাবলিক রিলেশান সেক্রেটারি সাহেদ আহমদ তাপাদার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় উপস্থিত ছিলেন সভাপতি রাহুল দাশ তালুকদার অভি, সহ-সভাপতি শাওন দত্ত, মওদুদ আহমদ, নাইমুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক মিথুন দাস, তারেক ইবনে হাই দিগন্ত, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক বিশ্বজিৎ ভৌমিক, আজিম হোসেন অভি, আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার হিমেল, ইফফাত আরা বিপাশা, সদস্য তন্বী ওয়াহাব, চামেলী আক্তার, অনুপ সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপুর্ন পদপ্রাপ্ত সদস্যরা।
সাংগঠনিক পরিচয়পত্রের মোড়ক উন্মোচন করেন সভাপতি রাহুল দাশ তালুকদার অভি, একে একে সকল সদস্য সাগ্রহে নিজেদের আইডি কার্ড সংগ্রহ করে সভাপতি ও সহ-সভাপতিদের থেকে। আইডি কার্ড উপলক্ষে সহ-সভাপতি শাওন দত্ত তার বক্তব্যে বলেন “আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই আইডি কার্ড তাকে অনেক উচ্ছ্বসিত করেছে এবং সংগঠনের প্রতি একাত্মতা আরো বাড়িয়ে দিয়েছে। তিনি আশা করেন এই আইডি কার্ড তাদের প্রাণী রক্ষায় প্রাধিকারের পরিচয় তুলে ধরতে সক্ষম হবে।” সহ সভাপতি মওদুদ আহমদ তার বক্তব্যে আইডি কার্ড তৈরিতে একান্ত সাহায্য করার জন্য সাধারন সম্পাদক জয় প্রকাশ রায়,পাবলিক রিলেশান সেক্রেটারি সাহেদ আহমদ তাপাদার, সদস্য শুভাশিস রায় ও সদস্য ফারহান রফিক কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সমাপনি বক্তব্যে সভাপতি রাহুল দাশ তালুকদার অভি সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন এবং সবাইকে এক হয়ে প্রাণী অধিকারের এই আন্দোলনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।