ফুজিতা স্কেল!!
সিফাত তাহজিবা
ঘূর্ণিঝড়ের তীব্রতা মাপার স্কেল হল ‘ফুজিতা স্কেল বা ফুজিতা-পিয়ারসন স্কেল’।
সাম্প্রতিক কালে পরিবেশের বহুমুখী পরিবর্তনের ফলে প্রায়ই পৃথিবীর কোথাও না কোথাও প্রতি বছরই প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের খবর পাওয়া যায়। আবহাওয়াবিদ এবং ইন্জিনিয়ারদের সম্মিলিত গবেষণায় তৈরি এই স্কেলের শ্রেণী বিভাগগুলো নিরূপণ করা হয়েছে- ঘূর্ণিঝড়ের মাধ্যমে মানুষের বসতভিটা,গাছপালার প্রাথমিক ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে। এছাড়াও এটি দ্বারা ঘূর্ণিঝড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ জানা যায়।
১৯৭১ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টেটসুয়া ফুজিতা (Tetsuya Theodore Fujita) আমেরিকার ঝড় পূর্বাভাস কেন্দ্রের প্রধান ড. অ্যালেন পিয়ারসনের (Allen Pearson)সহযোগীতায় এই স্কেল উদ্ভাবন করেন। স্কেল অনুযায়ী বাতাসের বেগ ও ক্ষয়ক্ষতির তীব্রতার ক্রমানুসারে ঘূর্ণিঝড়কে ৬টি ভাগে বিভক্ত করা হয়েছে।
সর্বশেষ ২০০৭ সালে ফুজিতা স্কেলের আধুনিকায়ন করা হয়েছে এবং ‘উন্নত ফুজিতা স্কেল'(Enhanced Fujita Scale) মার্কিন যুক্তরাষ্ট্র চালু হয়। এ নতুন স্কেলের মাধ্যমে আরও সঠিকভাবে বাতাসের গতিবেগের তীব্রতা এবং টর্নেডো বা ঘূর্ণিঝড় দ্বারা সৃষ্ট ক্ষতি দেখানো যায়।
ফুজিতা স্কেল দ্বারা গত বছর ২০১৩ সালে জোরালো এবং ধ্বংসাত্মক টর্নেডো মাপা হয়, যেগুলো সংঘটিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলে।