ফুলের নাম 'নীল চিতা'
ফারজানা হালিম নির্জন
“চিতা” শব্দটি শুনলে এর সাথে “বাঘ” থাকবেনা,তা কী কখনো হয়? হয় ! কল্পনার জগতে ছুটন্ত কোনো চিতা বাঘের জায়গায় এবার একটু ভাবুন পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ও সুন্দর সৃষ্টি; একটি ফুল,নাম “নীল চিতা”। নীলের আভা ছড়িয়ে এক স্বপ্নময় পরিবেশের সাথে সাক্ষাৎ ঘটানোর জন্যই হয়তো যার জন্ম।
“নীল চিত্রক” কিংবা “নীল চিতা” নাম নিয়েই সে ফুলের সাম্রাজ্যের এক সুন্দরীতমার স্থানে বসে আছে। বিজ্ঞানীরা তাকে আদর করে নাম দিয়েছেন, Plumbago auriculata। আর বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়ায় অন্তর্ভুক্ত করে দিয়েছেন Plumbaginaceae পরিবারে। বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে তাকে ডাকা হয়। Plumbago capensis, Blue plumbago, Cape plumbago, Cape leadwort ইত্যাদি,আর বাংলায় “নীল চিতা”।
নীল চিতা ফুল গাছটির আদি নিবাস মূলত দক্ষিণ আফ্রিকায়। গাছটির সবচেয়ে বড় আকর্ষণ, নীল রঙের ফুল,আর তাই সৌন্দর্যবর্ধনের জন্যই তাকে পৃথিবীর বিভিন্ন দেশে এখন লাগানো হয়। গাছটি একটি ঝোপের মত আকৃতি সৃষ্টি করে বড় হয়,আর লম্বায় প্রায় ৬ ফুট পর্যন্ত তো হয়ই। চিতা ফুল কিন্তু শুধু নীলেই নয়,সাদা রঙ্গেও আছে তার সমান রাজত্ব। সাদা চিতা ফুলের আবার ঔষধি গুণাগুণও পরীক্ষিত হয়েছে।
তবে,নীল হোক,সাদা হোক, সব ধরণের চিতা গাছই কিন্তু বিষাক্ত! বাংলাদেশের ঝোপে-জঙ্গলে সৌন্দর্যপিপাসু মানুষেরা হঠাৎ সৌন্দর্যের আকর্ষন পেলে পথচলা থামিয়ে দিবেন,এটাই স্বাভাবিক। হালকা কিংবা গাঢ় নীলের আঁচর কাটা পাঁচ পাপড়ির এই ফুলটির সমস্ত সৌন্দর্য তো আমাদের জন্যই বিলিয়ে দেয়া। তবে সাবধান, অতিমাত্রায় সৌন্দর্য্যের সাথে যে হালকা একটু বিষ থাকেই,সেই কথাটাও যেন মাথায় থাকে !