ফুল নয় প্রানী!!

মাইন রানা 

এটি কিন্তু ফুল নয় প্রানী!! অর্কিড ম্যান্টিস ।

ফুল ম্যান্টিস বা Flower Mantis প্রাণিজগতের এক বিস্ময়কর সদস্য। এদের দেখতে ফুলের মতো মনে হয় কিন্তু এরা আর্থোপোডা পর্বের এক জাতীয় পতঙ্গ। এরা যখন কোন ফুলের উপর বসে তখন এদের ফুল থেকে আলাদা করা খুবই দুষ্কর। orkid
অনেক ধরণের Flower Mantis এর মধ্যে অর্কিড ম্যান্টিস (Orchid Mantis) উল্লেখযোগ্য। অর্কিডের উপর যখন এটি বসে তখন ফুলের সাথে এমনভাবে মিশে যায় যে একে দেখা যায়না। orkid 2

এটা হল প্রানীদের বেঁচে থাকার একটা কৌশল যাকে বলে ক্যামোফ্লাজ। এতে ফুলে অন্য কোন পোকামাকড় মধু খেতে আসলে সেই সব প্রাণী ধরে ধরে এই Flower Mantis বেঁচে থাকে। এছাড়া লুকিয়ে থাকার কারণে তার শিকারি প্রাণী যেমন পাখিদের হাত থেকেও সে বেঁচে যায়। orkid3

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics