বঙ্গোপসাগরে নিম্নচাপ সম্ভাবনা
উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি গতকাল ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদফতর বলছে, এটি আরো ঘনীভূত হয়ে নিুচাপে পরিণত হতে পারে। এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারিবর্ষণ হতে পারে। গতকাল ঢাকায় আগের দিনের মতোই বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালের খেপুপাড়ায়। গতকাল সারাদেশের সর্বনিু তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় টাঙ্গাইলে ২৪ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ১১ মিনিটে।
সূত্রঃ দৈনিক মানবকণ্ঠ ৩০/০৫/২০১৩