
বন্যপ্রাণীর জন্য হুমকি বিড়াল!
আমেরিকার প্রতি বছর ১৪০ কোটি থেকে ৩৭০ কোটি পাখি হত্যার শিকার হচ্ছে। এ ছাড়া নিধন হচ্ছে ৬৯০ কোটি থেকে দুই হাজার ৭০ কোটি স্তন্যপায়ী প্রাণী। বন্যপ্রাণী নিধনের পেছনে সবচেয়ে বড় কারণ বিড়াল। আমেরিকা বন্যপ্রাণীর অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বিড়াল। সম্প্রতি এক গবেষণায় এ কথা বলা হয়েছে।
নেচার কমিউনিকেশনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, আমেরিকায় বন্যপ্রাণী হত্যায় সবচেয়ে বড় ভূমিকা বিড়ালের। এতে বলা হয়, যারা বাড়িতে বিড়াল পুষছেন বন্যপ্রাণী হত্যার হার কমিয়ে আনতে তাদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গবেষণাটি পরিচালনা করেছে কনভার্সন বায়োলজি ইনস্টিটিউট ও ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস।
প্রতিবেদনে বলা হয়, আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বিভিন্ন বন্যপ্রাণী ও পাখি হত্যার পরিমাণ চার গুণ বেড়েছে। পোষা বিড়ালগুলো তাদের নিকটবর্তী বনের মধ্যে গিয়ে শিকার করে, যা বন্যপ্রাণী ক্রমেই বিলুপ্ত হওয়ার অন্যতম কারণ।
http://www.natunbarta.com/environment