বিপজ্জনক দুই হাঙ্গর
পানিতে বসবাসকারী শিকারি প্রাণীগুলোর মধ্যে হাঙ্গরই সবয়ে চেবেশি পরিচিত। হিংস তার দিক দিয়েও এর তুলনা হয় না। ৬ ফিটের বেশি লম্বা হাঙ্গর মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ এর আকার বড়, সুগঠিত চোয়াল এবং শক্ত দাঁতের অধিকারী। মূলত গ্রেট হোয়াইট এবং বুল শার্ক জাতীয় হাঙ্গরগুলো ছাড়া অন্য হাঙ্গরগুলো মানুষ থেকে দূরে থাকতেই পছন্দ করে। সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন শর্টফিন ম্যাকাও হাঙ্গর অনেক সময় মাছ ধরার নৌকা আক্রমণ করে থাকে। এরা এক কামড়ে ২-৩ মিনিটে একটি নৌকা ডুবিয়ে দিতে পারে। এই জন্যফিন শর্টম্যাকাও জেলেদের জন্য সবচেয়ে বিপজ্জনক হাঙ্গর। ম্যাকাও বরশিতে আটকা পড়লে তখন এটি খুবই আক্রমণত্মক হয়ে ওঠে। এটি সাধারণত গভীর পানিতে বাস করে। আর তাই তীরে সাঁতার কাটা সাঁতারুদের চেয়ে জেলে অথবা ডুবুরিদের এর দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ওশানিক হোয়াইটটিপ সাগরতলের বড় প্রাণীগুলোর মধ্যে এটি একটি। কোনো যুদ্ধের নৌযান শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ডুবে গেলে গভীর পানিতে থাকা এই হাঙ্গর অনেক সময় যোদ্ধাদের শত্রু হয়ে ওঠে। এটি যখন শিকার ধরে, তখন অন্য কোনো দিকে খেয়াল থাকে না। এ জন্যই মূলত একে বিপজ্জনক হাঙ্গরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র : ইন্টারনেট