বিপন্ন প্রজাতীর লক্ষীপেঁচা উদ্ধার ও অবমুক্ত

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এর টহলদল কর্তৃক রাজশাহী সিটিবাইপাস এলাকা হতে উদ্ধারকৃত একটি বিপন্ন প্রজাতীর লক্ষীপেঁচা (Barn owl)গত ১৭ ডিসেম্বর পবা নার্সারী কেন্দ্রের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।এ সময় বিভাগীয় বন কর্মকর্তা জনাব মোল্যা রেজাউল করিম উপস্থিত ছিলেন।  DSC01720 1

জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা মোঃ শরিফুজ্জামানের নেতৃত্বে টহলদলের সদস্যরা গত এগারো তারিখে সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে শতশত কাকের সম্মিলিত হামলায় পর্যুদস্ত ও আহত লক্ষীপেঁচা টিকে উদ্ধার করে বিভাগীয় কর্যালয়ে নিয়ে আসেন। গুরুতর আহত পাখিটিকে নিয়মিত চিকিৎসা ও নিবিড় পরিচর্যায় সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক প্রতিয়মান হলে ১৭ ডিসেম্বর এটিকে অবমুক্ত করা হয়।DSC01683 1

অবমুক্তিকালে এফ এস টি আই, রাজশাহী এর পরিচালক মোঃ সুবেদার ইসলাম, রাজশাহী সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা,অজিত কুমার রুদ্র, জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা, জনাব মোঃ শরিফুজ্জামান, জনাব মোঃ আশরাফুল ইসলাম ও জনাব মোঃ আমজাদ হোসেন, ফরেস্টার সহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাখিসহ সকল বন্যপ্রানীই প্রকৃতির অংশ। এদের নিরাপদ বাসস্থান ও বংশবৃদ্ধির পরিবেশ সংরক্ষন এখন সময়ের দাবী। পাখিটি অবমুক্তিকালে অতিথিবৃন্দ বন্যপ্রানী ও তার বাসস্থান রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজম্মের বাসযোগ্য পৃথিবীর স্বার্থে পাখি ও বন্যপ্রানী রক্ষার প্রয়োজনিয়তার উপর আলোকপাত করেন।

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

Related Articles

2 Comments

  1. প্রিয় সম্পাদক,
    আমাদের বনবিভাগের এই ফোন নম্বরটি প্রচার করলে ইপকৃত হবো।

    আপনার একটি ফোন কল ই পারে বন্যপ্রাণীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…….

    বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ ও সহায়তা বিষয়ক তথ্য প্রদান করুন নিম্মের নাম্বারে……

    মোবাইল – 01842-336696
    টেলিফোন – 0721-760772 (অফিস)

    বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ, রাজশাহী।

    1. জি অবশ্যই, আমরা আপনাদের এই নাম্বার টি প্রচার করার ব্যবস্থা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics