বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফেরা : পর্ব- ৩
নীল ইগুয়ানা
কী বৈপরীত্য! যে ইগুয়ানাটা গিরগিটি শ্রেণীর প্রাণীদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী, সেটিই এখন বিলুপ্তির হুমকির মুখে। নীল ইগুয়ানা সর্বোচ্চ ৬৭ বছর বাঁচে। লেজসহ এটি দেড় মিটার লম্বা হয়। এগুলো চামড়ার রং ধূসর থেকে নীলের মধ্যে পরিবর্তন করতে পারে। কিন্তু ক্যারিবীয় দ্বীপ গ্র্যান্ড কেইমানে মানুষের আনা কুকুরের হামলায় নীল ইগুয়ানার সংখ্যা কমতে থাকে। ২০০২ সালে মাত্র ১৫টি নীল ইগুয়ানার অস্তিত্ব ছিল।
শেষে ব্ল- ইগুয়ানা রিকভারি প্রোগ্রাম নামের বিশাল এক সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে এগুলোকে বাঁচানো হয়। সংরক্ষিত স্থানে শত শত নীল ইগুয়ানার প্রজনন ঘটিয়ে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এত চেষ্টার পরও ২০০৫ সালে মাত্র ২৫টি নীল ইগুয়ানা বন্য অবস্থায় টিকে ছিল। ভাগ্যিস, এগুলো পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম প্রজাতি। তাই সংরক্ষণবাদীরা এখনো আশাবাদী, কৃত্রিম প্রজননের ক্ষতিকর প্রভাব এড়িয়ে এগুলো পৃথিবীতে টিকে থাকবে।
তথ্য ও সূত্রঃ ইন্টারনেট