বিশ্ব জনসংখ্যা দিবস; তরুণরাই পারে বিশ্ব বদলে দিতে!

সাদিদ হোসেইন

আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর জাতিসংঘ তথা সারা বিশ্ব নানা রকম আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করে থাকে। এবার এই দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হল – “তারুণ্যের জন্য বিনিয়োগ”। বিশ্বের জনসংখ্যা যখন ৫ বিলিয়নে গিয়ে দাঁড়ায়,তখনই জাতিসংঘ উপলব্ধি করে,সচেতনতা তৈরী করতে এমন একটি দিনের খুব বেশি প্রয়োজন!

১৯৮৭ সালের ১১ জুলাই, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে এই দিবসটি সর্বপ্রথম পালিত হয়। এরপর থেকে প্রতিবছর সারা বিশ্বে এই দিবসটি পালন করা হচ্ছে। প্রতিনিয়ত জনসংখ্যা সমস্যায় ভুগতে থাকা দেশ; বাংলাদেশেও নানান আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।population_20120711

তারুণ্য; শক্তি ও আস্থার অপর নাম। নিজের জীবনের পাশাপাশি দেশ ও বিশ্বকে নিয়ে ভাবনা যাদের মস্তিষ্কের প্রতিটি কোষে। বর্তমানে, ৭ বিলিয়নের অধিক মানুষের বসবাস এই পৃথিবীতে। এর মাঝে ১.৮ বিলিয়ন তরুণ,ভবিষ্যৎ পৃথিবীর ভিত্তি তৈরী করছে স্ব-স্ব কাজের মহিমা দিয়ে। আর তাই এ বছরের জনসংখ্যা দিবসের কেন্দ্রবিন্দুতে আছে এই তরুণরা। এখনও অনেক তারুণ ব্যক্তিগত ও পারিবারিক অসচ্ছ্বলতার কারণে নিজেদের সঠিক গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। এই দিবসে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এই সকল তরুণদের উদ্দেশ্যে বিনিয়োগের আহবান জানিয়েছে।

পৃথিবীর জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই,কিন্তু কতটুকু সত্যিকার অর্থেই কাজে লাগছে! আর নতুন নতুন কী পদক্ষেপ নেয়া যায়,কিংবা কিভাবে মানুষের ভোগান্তি কমিয়ে আনা যায়, এসব আরো একবার হিসেব-নিকেশ করার জন্যই আজকের এই দিনটি। জনসংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে যোগ হয় নতুন নতুন সমস্যা। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, প্রতিদিন বিশ্বে প্রায় ২৫,০০০ মানুষ মারা যাচ্ছে খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে। এছাড়া সুপেয় পানির অপ্রতুলতা, বাতাসের বিষাক্ততা, সম্পদের বিলুপ্তি, বাসস্থানের সমস্যা, ওজোন লেয়ার ধ্বংস, ইত্যাদি বহু বিরুপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে বিশ্বকে। তার উপর যুক্ত হয়েছে বৈশ্বিক উষ্ণতা ! তার মূলেও কিন্তু রয়েছে এই জনসংখ্যা বৃদ্ধি! world-population

বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকই রয়েছে চীন,ভারত,পাকিস্তান,ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং ইন্দোনেশিয়াতে। চোখ বন্ধ করে বলা হয়, প্রতি ৩ জন মানুষের মধ্যে একজনেরও বেশি মানুষ হয় ভারতের নাহয় চীনের! সে যাই হোক, বিশ্ব থেকে ঘুরে এসে বাংলাদেশের দিকে নজর দেয়া যাক। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৫৯.৫ মিলিয়ন। আয়তনের তুলনায় জনসংখ্যা এখানে আকাশ-ছোঁয়া! আশংকা করা হচ্ছে,এই জনসংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। সেই সাথে বিশ্বের তো বটেই ! কিন্তু এ থেকে পরিত্রাণের উপায় কী?

সে কারণেই এবার আঙ্গুল তোলা হয়েছে তরুণদের প্রতি। তাঁদের যাত্রাপথকে আরও সুগম করে দেবার জন্য নতুন করে বাজেট করার পরিকল্পনা থেকে শুরু করে সম্পূর্ণ নজর এবার তাঁদের দিকেই। প্রত্যাশা একটাই। তরুণদের সঠিক নেতৃত্ব বদলে দেবে বিশ্ব,কমিয়ে আনবে বিশ্বের জনসংখ্যা আর উপহার হিসেবে পাওয়া যাবে একটি শান্তির ঠিকানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics