ব্যাকটেরিয়া
অত্যাবশ্যকীয় পণ্য বহন করা হয়। আবার কেউ কেউ হাতব্যাগ বহন করেন ফ্যাশন হিসেবে। তবে অতীব ব্যবহার্য হাতব্যাগে টয়লেটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া থাকে বলে নতুন এক গবেষণায় জানা গেছে। দেখা গেছে, মহিলাদের হাতব্যাগের হাতলে সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। হাতব্যাগে বহন করা পণ্যের মধ্যে হাতে ব্যবহারের ক্রিমের কৌটা হলো সবচেয়ে বেশি ময়লাযুক্ত। ওই কৌটায় টয়লেটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া থাকে। লিপস্টিক বা মাসকারার প্যাকেটে ব্যাকটেরিয়া থাকলেও তা হাতের ক্রিমের চেয়ে কম। ব্রিটেনের একটি প্রতিষ্ঠান হাতব্যাগ নিয়ে গবেষণাটি চালায়। গবেষকরা জানান, অধিকাংশ নারী তার হাতব্যাগটি রীতিমতো পরিষ্কার করেন না। আর ব্যাকটেরিয়া এ সুযোগটাই গ্রহণ করে।
লিঙ্কঃ http://www.manobkantha.com/2013/05/27/122679.html