ভালবাসা দিবসে গ্রিন এক্সপ্লোর সোসাইটির গাছের জন্য ভালবাসা
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ১৪ ফেব্রুয়ারি ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র উদ্যোগে ‘লাভ ফর নেচার’ শিরোনামে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভালোবাসা শুধু দুইটি হৃদয়ের মধ্যে নয়, ছড়িয়ে পড়ুক সমগ্র পৃথিবীময়- এই প্রত্যাশাকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে ‘Tree Nursing Campaign’র আয়োজন করা হয়।
মূলত ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র পক্ষ থেকে ‘লাভ ফর নেচার’ শিরোনামে বেশ কয়েকটি কর্মসূচি নেয়া হয়েছে যার মধ্যে ‘গাছ পরিচর্যা কার্যক্রম’ একটি। এই কার্যক্রম সংগঠনের একটি নিয়মিত কার্যক্রম হিসেবে আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়েছে ।
উদ্যোক্তারা জানান, মূলত আমরা সবাই গাছ লাগাতেই ভালোবাসি। কিন্তু যেসকল গাছ লাগানো হয়েছে তাঁর খবর আমরা কয়জনই বা নিই? আর সেই জন্যেই ‘বিশ্ব ভালোবাসা দিবস’ এ সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসের লাইব্রেরী ভবনের পাশের ‘সেক্টরস কমান্ডারস ফোরাম’কে উৎসর্গকে করে লাগানো গাছের চারার পরিচর্যা করার আয়োজন করা হলো ।
এই কার্যক্রমের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ হিমাদ্রী শেখর রায়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও লোক প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মাহমুদ হাসান। উদ্বোধন উপলক্ষ্যে স্বাগত বক্তব্যে ডঃ হিমাদ্রী শেখর রায় এ আয়োজনের প্রশংসা করে বলেন , ‘আমি আশা করব বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী যেন এইভাবে গাছের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে এবং এভাবেই সম্ভব আমাদের বিশ্ববিদ্যালয়কে আরো সবুজ সুন্দর করে তোলা’।
জনাব মাহমুদ হাসান এ সময় সংগঠনের সকল সদস্যকে এ ধরনের কার্যক্রম শুরু করায় সাধুবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত রাখতে গুরুত্ব আরোপ করেন। এ সময় সংগঠনের সভাপতি অনিমেষ ঘোষ তাঁর বক্তব্যে বলেন, “জন্ম দিলেই যেমন বাবা হওয়া যায় না, তেমনি গাছ লাগালেই প্রকৃতি প্রেমিক হওয়া যায় না। গাছ লাগানো থেকে শুরু করে এর পরিচর্যার মাধ্যমে একে যদি আমরা বড় করে তুলতে পারি, তাহলেই সেটা হবে একজন প্রকৃতি প্রেমিকের কাজ।“
বক্তব্যে শেষে প্রক্টর ডঃ হিমাদ্রী শেখর রায় ও জনাব মাহমুদ হাসান একটি গাছের আগাছা পরিস্কার করার মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। পরে সংগঠনের সকল সদস্যরা একত্রে ঐ এলাকার প্রায় ৩০টির মতন গাছের আগাছা পরিস্কার, সার দেওয়া ও পানি দেওয়ার মাধ্যমে ‘বিশ্ব ভালবাসা দিবস’এ তাদের প্রকৃতির প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ করেন।