মাটি যখন মারণক্ষেত্র: বিশ্বজুড়ে ভারী ধাতুর আগ্রাসন

ভাবুন তো, আপাতদৃষ্টিতে স্বাস্থ্যকর একটি ফল কিংবা এক থালা সবজি খাচ্ছেন, অথচ আপনি জানেনই না যে যে মাটিতে এটি জন্মেছে, তা হয়তো বিষাক্ত ভারী ধাতুতে দূষিত। সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্স ‘এ প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণা এই অদৃশ্য হুমকিকে জনসমক্ষে এনেছে, যা বিশ্বজুড়ে কৃষিজমির দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। গবেষকরা অনুমান করছেন, বিশ্বের প্রায় ১৪-১৭ শতাংশ কৃষিজমি, যা প্রায় ২৪ কোটি ২০ লক্ষ হেক্টর – আর্জেন্টিনার চেয়েও বড় একটি এলাকা – আর্সেনিক, ক্যাডমিয়াম, সিসা ও পারদের মতো বিপজ্জনক ভারী ধাতুতে দূষিত। এই ব্যাপক দূষণ শুধু পরিবেশগত উদ্বেগের বিষয় নয়; এটি আমাদের খাদ্য নিরাপত্তা ও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের স্বাস্থ্যের উপর সরাসরি আঘাত হানছে।

অদৃশ্য শত্রুর মানচিত্রায়ণ: গবেষণা তথ্য

এই গুরুতর সমস্যার প্রকৃত মাত্রা অনুধাবন করার জন্য, চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক দেইয়ি হাউ ও তার সহকর্মীদের নেতৃত্বে গবেষক দল একটি একটি বিস্তৃত প্রকল্প হাতে নেন। তারা বিদ্যমান মৃত্তিকা জরিপ, পরিবেশগত পর্যবেক্ষণ কর্মসূচি ও পূর্বে প্রকাশিত গবেষণা সহ বিভিন্ন উৎস থেকে মাটির নমুনার একটি বিশাল বৈশ্বিক তথভান্ডার তৈরি করেন যেখানে ১৪৯৩ টি আঞ্চলিক গবেষণা থেকে ৭ লাখ ছিয়ানব্বই হাজার মৃত্তিকা নমুনার তথ্য সন্নিবেশিত রয়েছে। এই বিপুল পরিমাণ তথ্য তাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভারী ধাতুর ঘনত্ব বিশ্লেষণ করতে সাহায্য করে। উন্নত পরিসংখ্যান পদ্ধতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগরিদম ব্যবহার করে, গবেষকরা কেবল দূষিত স্থান চিহ্নিত করার বাইরেও কাজ করেছেন। যেখানে সরাসরি পরিমাপ সীমিত ছিল, সেখানেও তারা এই দূষণের বিশ্বব্যাপী বিস্তারের পূর্বাভাস দেওয়ার জন্য অত্যাধুনিক মডেল তৈরি করেছেন। এই ভবিষ্যদ্বাণীমূলক মানচিত্রায়ণ মৃত্তিকার ভারী ধাতু দূষণের একটি অভূতপূর্ব বৈশ্বিক চিত্র প্রদান করেছে।

গুরুত্বপূর্ণ ফলাফল উন্মোচিত: দূষণের কেন্দ্রবিন্দু ও উৎস

গবেষণার ফলাফল বেশ কয়েকটি উদ্বেগজনক দিক তুলে ধরেছে:

ব্যাপক বৈশ্বিক বিস্তার: বিশাল পরিমাণ দূষিত কৃষিজমি একটি বড় উদ্বেগের কারণ। উর্বর জমির এই ক্ষতি ফসলের ফলন এবং ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যার খাদ্য জোগানের ক্ষমতার উপর প্রভাব ফেলে।

ধাতু-সমৃদ্ধ করিডোর: গবেষকরা নিম্ন-অক্ষাংশের ইউরেশিয়া জুড়ে একটি বিশেষভাবে উচ্চ-ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করেছেন। এই “ধাতু-সমৃদ্ধ করিডোর” সম্ভবত প্রাকৃতিক ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলোর সংমিশ্রণ, যা দীর্ঘ সময় ধরে মাটিতে এই ধাতুগুলোকে ঘনীভূত করে এবং ঐতিহাসিকভাবে খনিজ সম্পদ আহরণের ফল।

ক্যাডমিয়াম, এক বিস্তৃত বিষ: অধীত ভারী ধাতুগুলোর মধ্যে ক্যাডমিয়াম সবচেয়ে বেশি বিস্তৃত দূষণকারী হিসেবে উঠে এসেছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্যের কিছু অংশ এবং আফ্রিকাতে উদ্বেগজনকভাবে উচ্চ মাত্রার ক্যাডমিয়াম পাওয়া গেছে। ক্যাডমিয়াম শস্যে জমা হতে পারে এবং এটি মানুষের জন্য বিষাক্ত, যা কিডনির ক্ষতি ও হাড়ের সমস্যা সৃষ্টি করতে পারে।

শিল্পাঞ্চলের বাইরেও বিস্তৃতি: যদিও শিল্প কার্যক্রম ও খনি ভারী ধাতু দূষণের পরিচিত উৎস, গবেষণাটি দেখিয়েছে যে সমস্যাটি ভৌগোলিকভাবে আরও অনেক বেশি বিস্তৃত। বাতাস ও পানি, দূষণকারী পদার্থকে তাদের মূল উৎস থেকে অনেক দূরে বহন করতে পারে, যা আপাতদৃষ্টিতে প্রত্যন্ত অঞ্চলের কৃষিজমিকেও দূষিত করে। এটি পরিবেশ দূষণের আন্তঃসংযোগকে তুলে ধরে।

শত কোটি মানুষ ঝুঁকিতে: আনুমানিক ৯০ কোটি থেকে ১৪০ কোটি মানুষ তাদের খাদ্যের মাধ্যমে এই বিষাক্ত ধাতুগুলোর সংস্পর্শে আসার উচ্চ ঝুঁকিতে বাস করে। এটি বিশ্ব জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ, যারা সম্ভাব্য স্বাস্থ্যগত পরিণতির সম্মুখীন।

ছবিঃ মূল গবেষণা Global soil pollution by toxic metals threatens agriculture and human health, Volume: 388, Issue: 6744, Pages: 316-321, DOI: (10.1126/science.adr5214) থেকে।

মানবাধিকারের মূল্য ও ভবিষ্যতের পথ

খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর এই বিস্তৃতি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। দীর্ঘমেয়াদী সংস্পর্শ শিশুদের বিকাশে সমস্যা, কিডনি রোগ, হৃদরোগ এবং এমনকি ক্যান্সারের মতো বিভিন্ন স্বাস্থ্য সমস্যার দিকে ধাবিত করতে পারে। গবেষণার ফলাফল পরিবেশগত স্বাস্থ্য ও মানুষের সুস্থতার মধ্যে সরাসরি যোগসূত্রের একটি কঠোর অনুস্মারক।

ড. হাউ ও তার দল এই নীরব সংকট মোকাবিলায় একটি সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে:

  • মৃত্তিকা দূষণ পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য মানসম্মত পদ্ধতি তৈরি করা।
  • শিল্প নিঃসরণ ও বর্জ্য ব্যবস্থাপনার উপর কঠোর নিয়মকানুন বাস্তবায়ন করা।
  • টেকসই কৃষি পদ্ধতি উৎসাহিত করা যা ফসলের ভারী ধাতু গ্রহণের পরিমাণ কমিয়ে আনে।
  • দূষিত জমির কার্যকর প্রতিকার কৌশল বিকাশের জন্য গবেষণায় বিনিয়োগ করা।
  • ব্যাপক পদক্ষেপ ও জবাবদিহিতা উৎসাহিত করার জন্য এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

এই যুগান্তকারী গবেষণা একটি ব্যাপক ও বিপজ্জনক ধরনের দূষণের পর্দা উন্মোচন করেছে। এটি আমাদের মূল্যবান মাটি রক্ষা, আমাদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য সরকার, নীতিনির্ধারক, গবেষক ও ব্যক্তিদের একসঙ্গে কাজ করার একটি আহ্বান। অদৃশ্য হুমকি এখন দৃশ্যমান, এবং এটি আমাদের জরুরি মনোযোগ দাবি করে।

মূল গবেষণা প্রতিবেদনটি পড়ুন এখানে

আরো দেখান

Related Articles

Back to top button

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics