মুখ পোড়া হনুমান

বাংলা নাম- মুখ পোড়া হনুমান
ইংরেজি নাম : Trachypithecus pileatus
বৈজ্ঞানিক নাম : Capped langur .
বাংলাদেশে বর্তমান অবস্থান : বিপন্ন (EN)

মুখ খুব কালো , তাই হয়তো এর নাম মুখপোড়া হনুমান। দেহ হলদে বাদামী লম্বা লোমে আবৃত । মাথায় লোম কালচে ক্যাপের মত । পুরুষ হনূমান স্ত্রীদের চেয়ে আকারে বড় । দেহের তুলনায় লেজ লম্বা ৭৮ থেকে ১০৪ সেমি পর্যন্ত হয় । ওজন ১১ থেকে ১৪ কেজি হয় । 198926_530070710361656_877287091_n

মুখ পোড়া হনুমান উদ্ভিদভোজী । পাতা,ফুল,ফল ইত্যাদি উদ্ভিদ জাতীয় খাবার খায়। এরা দলে থাকে ২ থেকে ১৫ পর্যন্ত এক দলে থাকতে পারে । একটি দলে একটি মাত্র প্রাপ্ত বয়স্ক পুরুষ থাকে । জানুয়ারি থেকে এপ্রিল এদের প্রজনন মৌসুম । ১৮০ থেকে ২২০ দিন গর্ভধারণ করে ।

মুখ পোড়া হনুমান বাঁশবন, পত্রঝরা বন ও মিশ্র-বনে থাকে । এরা বাংলাদেশের টাঙ্গাইল ,সিলেট,চট্টগ্রামের বনে আছে ।

হুমকি – আবাস ধ্বংস ও খাদ্যের অভাব ।

লেখা – ঋজু আজম
ছবি- ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics