রাজশাহী থেকে বিরল প্রজাতির ১২ টি কচ্ছপ উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাজশাহীর নিউমার্কেট এলাকা থেকে বিরল প্রজাতির ১২ টি কচ্ছপ উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ,রাজশাহী উদ্ধারকারী দল। এই কচ্ছপ গুলির মধ্যে ৬ টি আসাম কড়িকাইট্টা জাতের এবং বাকিগুলি বিরল প্রজাতির বিদেশি কচ্ছপ।
এই কচ্চপগুলিকে বিক্রির উদ্দেশে রাজশাহিতে নিয়ে আসা হয়েছিলো। উদ্ধারকারী দলের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা কচ্ছপগুলিকে রেখে পালিয়ে যায়। পরে কচ্ছপগুলিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে কচ্ছপগুলি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কার্যালয়ে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। শিগগিরই এগুলোকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক