লাল গ্রহ মঙ্গলেও ছিল প্রমত্তা নদী!

মঙ্গল গ্রহে এক সময় দেড় হাজার কিলোমিটার দীর্ঘ ও ৭ কিলোমিটার প্রশস্ত প্রমত্তা নদী ছিল। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) তোলা কিছু চমকপ্রদ ছবিতে এর প্রমাণ পাওয়া গেছে। সমপ্রতি সংস্থার ‘মার্স এক্সপ্রেস’ নামে মঙ্গলে পাঠানো মহাকাশযান উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরার সাহায্যে মঙ্গলের রেউল উপত্যকার নদীর অবশিষ্টাংশের ছবি তুলে পাঠিয়েছে। এসব ছবি বিশ্লেষণ করে ভূতাত্তি্বকরা লাল গ্রহটির অতীতের সঙ্গে পৃথিবীর মিল খুঁজে পেয়েছেন।Reull_Vallis_-_HRSC_image_15_January_2004_node_full_image তথ্যসূত্র : রয়টার্স অতীতে মঙ্গলের বুকজুড়ে যখন পানির প্রবাহ বয়ে যেত, তখন রেউল উপত্যকা গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। আড়াই হাজার মিটার উচ্চতার প্রমেথি টেরা উচ্চভূমি থেকে নেমে আসা পানির ধারা হেল্লাস প্লাবনভূমির দিকে বয়ে যাওয়ার সময় নদীটি তৈরি হয়েছিল। বর্তমানে এবড়ো-থেবড়ো এলাকায় পরিণত হওয়া এই নদী খাতটি মঙ্গলের বুকে প্রায় ১৫০০ কিলোমিটার দীর্ঘ একটি এলাকাজুড়ে বিস্তৃত। মার্স এক্সপ্রেসের তোলা ছবিতে দেখা যায়, একটি এলাকায় রেউল উপত্যকার নদী খাত প্রায় ৭ কিলোমিটার প্রশস্ত ও ৩০০ মিটার গভীর। ৩৫০ কোটি বছর থেকে ১৮০ কোটি বছর আগে শেষ হয়ে যাওয়া হেসপেরিয়ান যুগে এ খাতটি দিয়ে পানির প্রবাহ বয়ে যেত বলে ধারণা বিজ্ঞানীদের।

সূত্রঃ http://www.jjdin.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics