শাবিপ্রবিতে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০১৩

ভেবে চিন্তে খাই, অপচয় কমাই- এই শ্লোগানকে সামনে রেখে শাবিপ্রবিতে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০১৩।

দিনের শুরুতেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের সামনে থেকে বৃষ্টি ভেজা সকালে শতশত শিক্ষার্থী এবং গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদস্যদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়।397385_634262209936245_413401385_n র‍্যালিটি পুরো ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়য়ের ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। বৃষ্টিতে র‍্যালিতে কিছুটা বিঘ্ন ঘটলেও শিক্ষার্থীদের উৎসাহ আর উদ্দীপনায় কোন ভাটা পড়েনি। নানা রঙের পোস্টার আর ফেস্টুনে তারা তুলে ধরেন পরিবেশ রক্ষায় খাদ্য অপচয় রোধের উপকারিতা আর পরিবেশ সচেতনতা বিষয়ক বিভিন্ন মজার মজার শ্লোগান। র‍্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন এক্সপ্লোর সোসাইটির উপদেষ্টা এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক সামশাদ নওরীন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারন সম্পাদক জনাব আব্দুল করিম কিম ।935992_634261019936364_2143807245_n

র‍্যালি শেষে র‍্যালিতে অংশগ্রহণকারীরা এক বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় বিশ্ববিদ্যালয়য়ের ক্যাফেটেরিয়ার আশে পাশে গ্রিন এক্সপ্লোর সোসাইটির পক্ষ থেকে বেশ কয়েক প্রজাতির বনজ ও ঔষধি গাছের চাড়া লাগানো হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমলকী, হরিতকি, বহেরা, মেহগনি। 983738_634262656602867_1749569116_n

এছাড়াও এবারের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় খাদ্য অপচয় রোধে  সচেতনতা সৃষ্টির লক্ষে গ্রিন এক্সপ্লোর সোসাইটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি খাবার দোকান এবং ক্যাফেটেরিয়াতে খাদ্য অপচয়য়ের অপকারিতা এবং কিভাবে অপচয় বন্ধ করা যায় এই সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড লাগানো হয়।

দিবসটি পালনে সার্বিক সহযোগিতা করে ইউএনইপি এবং ওয়েব পার্টনার হিসেবে এনভাইরনমেন্টমুভ ডট কম।

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics