শাবিপ্রবিতে বাদুড় গবেষনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শাবিপ্রবিতে আয়োজিত হয়ে গেল ‘বাদুড় গবেষনা’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী সেমিনার। ১৭ ই ফেব্রুয়ারি সোমবার সেমিনারটির আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র গবেষনা পরিষদের সদস্যরা।
সংগঠনটির তিনজন সদস্য- অনিমেষ ঘোষ, অরচিশমান দত্ত এবং হাসান আহমেদ এই সেমিনারে বাদুড়ের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে বাদুড় সংরক্ষণ ও গবেষণা পদ্ধতি বিষয়ক এক কর্মশালা আয়োজন করা হয় যেখানে ‘বাদুড় গবেষনা পদ্ধতি নিয়ে হাতে কলমে কাজ শিখান উপমহাদেশের বাদুড় নিয়ে গবেষনারত ‘ফ্লোরা এন্ড ফনা ইন্টারন্যাশনাল’র রিসার্চ এডভাইজার ডঃ নেইল ফারে। উক্ত কর্মশালায় গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র ঐ তিনজন সদস্য অংশগ্রহণ করেন।
শাবিপ্রবির সেমিনারে ঐ তিনজন সদস্য মূলত তাদের অভিজ্ঞতা সকলের কাছে তুলে ধরেন।বক্তাদের পক্ষে, গ্রিন এক্সপ্লোর সোসাইটির অনিমেষ ঘোষ বলেন, বাদুড় নিয়ে সমাজ সংস্কৃতিতে ব্যাপক কুসংস্কার রয়েছে বিধায় বাদুড়ের উপস্থিতি ক্ষতিকারক বলে মনে করা হয়। আসলে বাদুড় আমাদের পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।এ সময়, বিভিন্ন স্লাইড প্রদর্শনীর মাধ্যমে বাদুড় রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও, চট্টগ্রামের কর্মশালায় ‘ব্যাট কনজারভেশন ইন্টারন্যাশনাল’র অনুদানে প্রাপ্ত গবেষনামূলক একটি বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে তা সকলের জন্যে উন্মুক্ত করে দেয়া হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবি’র বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ফারজানা সিদ্দিকা, সংগঠনটির উপদেষ্টা ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক মাহমুদ হাসান, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব জাভেদ কায়সার, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক সন্তোষ দেব।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক