শাবিপ্রবিতে "সাপ" বিষয়ক ব্যতিক্রমী প্রদর্শনী
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে প্রথমবারের মতন ‘সাপ’ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী ‘আলোকচিত্র প্রদর্শনী’র আয়োজন করা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
গ্রিন এক্সপ্লোর সোসাইটির আয়োজনে উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া, ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায়,বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায়।
প্রদর্শনীর উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন “গ্রিন এক্সপ্লোর সোসাইটি” এর সভাপতি অনিমেষ ঘোষ বলেন “সাপ সম্পর্কে আমাদের সমাজে নানা ধরনের ভুল ধারনা রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয় পড়ুয়া হওয়া সত্ত্বেও অনেক ছাত্রছাত্রীরা জানেন না সাপ একটি অত্যন্ত নিরীহ এবং ভীতু প্রকৃতির প্রানি।শুধুমাত্র আক্রান্ত না হলে এরা আক্রমণ করে না।এরা বিভিন্ন প্রকার ক্ষতিকর পোকামাকড়,কীটপতঙ্গ এবং ইঁদুর নিধন করে এবং প্রাকৃতিক কীটনাশক এবং বালাইনাশক হিসেবে কাজ করে।কিন্তু এইসব তথ্য সঠিকভাবে না জানার কারণে সাপ দেখলেই তাকে আমরা মারতে চাই। কিন্তু সাপের প্রয়োজনীয়তা কী বা এর থেকে আমাদের মানব সমাজ কীভাবে উপকৃত হতে পারে তা জানানোর জন্যেই এ আয়োজন”।
এই প্রদর্শনীতে মোট ২০টি বিষাক্ত ও অবিষাক্ত সাপের ছবি থাকবে। সাপগুলো সব বাংলাদেশের। আর ছবিগুলো পাঠিয়েছেন বাংলাদেশ, ভারত ও আমেরিকার ‘সাপ’ গবেষক ও আলোকচিত্রীগণ। এ আয়োজনে সহযোগীতা করেছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ আর মিডিয়া পার্টনার হিসেবে ‘চ্যানেল আই’ ও ‘বাংলানিউজ ২৪
আয়োজনটি প্রথমবারের মতন হলেও পরিসর ছোট।তবে সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন আরও বেশী বেশী করার ইচ্ছার কথা জানিয়েছেন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সদস্যরা।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক