
সম্ভবত সবচেয়ে বড় কেঁচো !!!!
ভাবছেন, এটা আবার কি সাপরে বাবা!! আসলে এটি কোন সাপ নয়। এটি কেঁচো বা Earthworm। এটি সম্ভবত পৃথিবীর সবথেকে লম্বা কেঁচোর একটি। পাওয়া গেছে ইকুয়েডরে সুমাকো অঞ্চলের স্যাঁতস্যাঁতে অঞ্চলে। এক দশমিক পাঁচ মিটার লম্বা আর আধা কেজি ওজনের এই কেঁচোর প্রজাতি এখনও চিহ্নিত করা যায় নি।
সূত্রঃ প্রোজেক্ট নোয়া ডট অর্গ