সারাদেশে প্রবল বর্ষণঃ নতুন পাওয়া খবর
ডেস্ক নিউজঃ
প্রবল ও ভারী বর্ষণে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাধারণ জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তবে সব থেকে বেশি ঝড়টা সম্ভবত যাচ্ছে দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের উপর দিয়ে। চট্রগ্রাম, ফেনী, নোয়াখালীতে আজ সারাদিন বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের খুলনা, বাগেরহাট, যশোরেও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সম্প্রতি পাওয়া খবরের ভিত্তিতে চলুন একনজরে জেনে নেই ক্ষতিগ্রস্থ এলাকাসমূহের কিছু তথ্যঃ
- আজ প্রবল বর্ষণের কারণে চট্রগ্রামের ভাটিয়ারীতে ৩৬ নম্বর ব্রিজটি ক্ষতিগ্রস্থ হয়। এই কারণে সারাদেশের সাথে চট্রগ্রামের রেল যোগাযোগ প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকে।
- এছাড়া চট্রগ্রামের লালখান বাজারের বাঘঘোনা এলাকায় ভারী বর্ষণের কারণে পাহাড়ের একপাশের অংশ ধসে গিয়ে পার্শ্ববর্তী দু’টি বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়েছে। বিল্ডিং দু’টি থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
- চট্রগ্রাম বন্দর কত্রিপক্ষ আজকে সমস্ত জাহাজ চলাচল বন্ধ রেখেছে। সেই সাথে আজকে সহ তিন দিন ধরে বন্দরে পণ্য খালাস বন্ধ রয়েছে।
- পটুয়াখালীতে বিআইডব্লিউবিটিএ পটুয়াখালীর সাথে সারাদেশের অভ্যন্তরীণ লঞ্চ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে।
- ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ইতোমধ্যে আটটি গ্রাম প্লাবিত হয়ে গেছে।