সারাদেশে মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা
স্বাভাবিক মৌসুমি বায়ু টেকনাফ-কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ায় সারাদেশে এর প্রভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ-কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। লঘুচাপের বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বরিশাল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হাতিয়ায় ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ সূর্যাস্ত ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫টা ১০ মিনিটে।
সূত্রঃ দৈনিক মানব কণ্ঠ ০৮/০৬/২০১৩