সিকৃবিতে প্রাধিকারের বাদুড় সংরক্ষন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রাণি অধিকার সংরক্ষন বিষয়ক সংগঠন “প্রাধিকার ” এর উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “BAT CONSERVATION IN BANGLADESH : ITS SCOPE AND CHALLENGES ” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়ে গেলো গত নয় মার্চ।
প্রাধিকারের সাধারন সম্পাদক জয় প্রকাশ রায় ও পাবলিক রিলেশন বিষয়ক সম্পাদক সুমাইয়া রশীদের সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন Bat Conservation Impact Award 2012 বিজয়ী নুরুল ইসলাম। উক্ত সেমিনারে প্রাধিকারের উপদেষ্ঠাগণ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও সিকৃবি, শাবিপ্রবি, ওসমানী মেডিকেল কলেজসহ সিলেটের অন্যান্য উচ্চশিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করে নুরুল ইসলাম জানান, বাদুড় একমাত্র উড়নসক্ষম স্তন্যপায়ী প্রাণি যারা পরিবেশের গুরুত্বপুর্ণ অংশ। সুস্থ পরিবেশের স্বার্থে তাদের রক্ষা করা খুবই জরুরী। আমাদের দেশে দুই ধরনের বাদুড় পাওয়া যায়। এর মধ্যে পতঙ্গভুক বাদুড় ফসলের উৎপাদন বর্ধনে সহায়তা করে অপরদিকে ফলভোজী বাদুড় পরাগায়নে ভূমিকা রাখে।” এ বিষয়ে প্রাধিকার সভাপতি রাহুল দাশ তালুকদার বলেন, “ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদূড় নিয়ে আমাদের অনেকের আতঙ্ক রয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এই রকম বাদুড়ের অস্তিত্ব এশিয়া মহাদেশে নেই।” এছাড়াও চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফকরুল ইসলাম বাংলাদেশে বাদুড় সংরক্ষনে নিয়োজিত প্রতিষ্ঠান Group for Research and Conservation of BAT এর কার্যক্রম তুলে ধরেন। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন প্রাধিকারের কোষাধ্যক্ষ আকাশ খাশনবিশ, পাবলিক রিলেশন সম্পাদক সাহেদ তাপাদার, বন্যপ্রানি বিষয়ক সম্পাদক নূপুর ধর, মানব সম্পদ সংরক্ষন বিষয়ক সম্পাদক আজিম হোসেন অভি, গৃহপালিত প্রানি সংরক্ষন বিষয়ক সম্পাদক হারুনূর রশীদ, সহ কোষাধ্যক্ষ মুস্তাকিম ফেমাস প্রমুখ। সেমিনার শেষে পরিবেশের উপকারী বন্ধু বাদুড় রক্ষায় সবাই আগ্রহী হবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করা হয়।