সিকৃবিতে প্রাধিকারের "সেভ দ্যা ফ্রগ" ডে ২০১৩
“ব্যাঙ রক্ষা কর, জীববৈচিত্র্য রক্ষা কর” এই স্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রানঅিধিকার ও পরিবেশ সংরক্ষন বিষয়ক সংগঠন প্রাধিকার এর উদ্যোগে “বিশ্ব ব্যাঙ সংরক্ষন দিবস ২০১৩” অনুষ্টিত হয়েছে।
“সেভ দ্যা ফ্রগ” নামক একটি আন্তর্জাতিক সংগঠনের তত্বাবধানে ২০০৯ সাল থেকে এই দিবসটি অতি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে।
এই উপলক্ষে ২৭শে এপ্রিল দিনের প্রথম কার্যক্রমে প্রাধকিাররে উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়।র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বেলা ১০.৪৫ মিনিটে ছাত্র শিক্ষক কেন্দ্রে এসে শেষ হয়।পরে বিভিন্ন বিলুপ্ত প্রায় ব্যাঙের প্রজাতির ছবির সংকলন নিয়ে একটি প্রদর্শনী করা হয়।
বেলা ১১ ঘটিকায় সিকৃবি মিলনায়তনে শিশু কিশোরদের জন্য ব্যাঙ রক্ষায় সচেতনামূলক একটি কর্মশালার আয়োজন করা হয়।এতে সিলেট মডেল হাই স্কুলের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করে।কর্মশালা শেষে কুইজের আয়োজন করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কৃত করা হয়।
এছাড়াও দিবসের মূল আয়োজন হিসেবে বেলা ১২ ঘটিকায় বাংলাদেশের প্রথম লেজবিহীন উভচর আবিস্কারক তানিয়া খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মূল সেমিনার শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক জনাব ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঁঞা। এছাড়াও উপস্থিত ছিলেন বন্যপ্রানি বিষয়ক গবেষক জনাব মুনির আহমেদ, সিকৃবির এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়েম উদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মুহাম্মদ আলী জিন্নাহ।
অনুষ্টানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডীন এবং বিখ্যাত অর্নিথোলজিষ্ট ও বন্যপ্রণি গবেষক ড. আ.ন.ম. আমিনুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখনে প্রাধকিাররে সভাপতি রাহুল দাশ তালুকদার। প্রধান অতিথি ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঁঞা বলেন “ব্যাঙ অতি ক্ষুদ্র প্রানি হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের ব্যাঙ রক্ষা করা প্রয়োজন।”