সিলেটে পরিবেশবাদী সংগঠন সমূহের মতবিনিময় সভা; পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার
পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, প্রাধিকার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতৃবৃন্দরা।
৫ জুলাই শনিবার বিকেলে সিলেটে একটি জাতীয় পত্রিকার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হোন গ্রিন এক্সপ্লোর সোসাইটি, প্রাধিকার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতৃবৃন্দরা। সভা সঞ্চালনা করেন বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল করিম কিম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ, প্রাধিকারের সভাপতি রাহুল দাশ তালুকদার সহ সংগঠনগুলোর কার্যনির্বাহী সদস্যগণ।
সভায় আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া ‘রথমেলা’য় বন্যপ্রানি’র অবৈধ বেচাকেনা বন্ধে তিন সংগঠনের পক্ষ থেকে করনীয় ঠিক করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে এবারের রথমেলা’য় যেকোনো মূল্যে বন্যপ্রাণী বেচাকেনা বন্ধে এই তিন সংগঠন একযোগে মাঠ পর্যায়ে কাজ করে যাবে।
এছাড়াও সভায় সুন্দরবন রক্ষায় রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের আন্দোলনে সিলেটের পরিবেশবাদী এবং সমমনা সংগঠনগুলোর কর্মপরিকল্পনা ঠিক করা হয়। উক্ত সভায় রামপালে প্রস্তাবিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে সংগঠনগুলোর পক্ষ থেকে ৯ জুলাই, মঙ্গলবার সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে এক ‘প্রতিবাদী আলোক বন্ধন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সিলেটে এই প্রথমবারের মতন ‘সুন্দরবন রক্ষার জন্যে’ এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উক্ত সভায় ৯ জুলাই সিলেটের সকল শ্রেনীর জনগণকে ‘আলোক বন্ধন’ এ উপস্থিত থাকার আহবান জানানো হয়।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক