সুন্দরবনে তেল ছড়ানো বন্ধ ও জীববৈচিত্র্যসহ দূষণ কমাতে বিশেষজ্ঞসহ সমন্বয় কমিটি গঠনের দাবি পবা'র

৯ ডিসেম্বর ২০১৪ তারিখে সুন্দরবনের শ্যালা নদীতে বিপুল পরিমাণ জ্বালানি তেলবাহী নোঙর করা একটি জাহাজের সাথে পণ্যবাহী অপর একটি জাহাজের ধাক্কায় তেলবাহী জাহাজটি ডুবে যায় এবং বিপুল পরিমাণ তেল নদীতে ছড়িয়ে পড়ছে। তেলের আস্তরণের কারণে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমুলীয় এই বনের গাছ মারা যাওয়াসহ সমৃদ্ধ জীববৈচিত্রের বিপুল ক্ষতি হতে যাচ্ছে। ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য বিশেষজ্ঞের পরামর্শক্রমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে ছড়িয়ে পড়া তেল থেকে পরিবেশ দূষণ ও জীববৈচিত্রের ক্ষতি কিভাবে সর্বনি¤œ পর্যায়ে রাখা যায় সে বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞসহ সমন্বয় কমিটি গঠন করতে হবে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর উদ্যোগে আজ ১১ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবার, সকাল ১১:৪৫মিনিটে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচী থেকে উক্ত দাবী জানানো হয়।

মানববন্ধন থেকে জানানো হয়, ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেলে পানির উপরের স্তরে কালো আস্তরণ তৈরি করেছে এতে  অক্সিজেনের অভাবে সুন্দরবনের সমৃদ্ধ জীববৈচিত্র্যের অপুরণীয় ক্ষতির দিকে যাচ্ছে। বিশ্বের বিপদাপন্ন দুই প্রজাতি গাঙ্গেয় ও ইরাবনি ডলফিনের বিচরণ এখানে। এছাড়াও অনেক সমৃদ্ধ জলজ প্রাণী রয়েছে সুন্দরবনে। বেঙ্গল টাইগারসহ বিশ্বের মহাবিপন্ন  প্রজাতির ১২ থেকে ১৫ প্রজাতির প্রানী বনের এই এলাকায় বিচরণ করে থাকে। তেল ছড়িয়ে পড়ায় এই প্রাণীদের জীবন বিপন্ন হতে পারে। এ দুর্ঘটনায় বনজীবি ও এ এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষ বিপাকে পড়েছে। তাদের জীবন জীবিকা বিভিন্নভাবে এ নদী ও বনের উপর নির্ভরশীল। অনেকের জন্য নদীর পানি খাবার পানিরও একমাত্র উৎস। সুন্দরবনের ভেতর এ এলাকা দিয়ে নৌযান চলাচল নিষিন্ধ। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের জন্য অতিগুরুত্বপূর্ণ হলেও তা কতটা অরক্ষিত এবং এর নিকটবর্তী নদী দিয়ে তেল, কয়লা বা বিষাক্ত বর্জ্য পরিবহন কতটা বিপজ্জনক হতে পারে এ ঘটনার মাধ্যমে তা সহজেই অনুমেয়।

মানববন্ধন থেকে পরামর্শ করা হয় যে, ক্ষতিগ্রস্থ তেলের ট্যাকার থেকে তেল শোষণ করে নিয়ে অন্যত্র সংগ্রহ করা। এবং ট্যাংকার থেকে তেল যাতে ছড়িয়ে না পড়তে পারে তার জন্য ক্ষতিগ্রস্থ ট্যাংকারের চতুর্দিকে মাছ ধরার জালের মাধ্যমে ঘেরাও করে ফোমজাতীয় জিনিস দিয়ে উচু করা। জালের ভিতরে কচুঁরি পানা, গার্মেটস জুট, ফোম বা অন্যান্য দেশীয় সামগ্রী দিয়ে তেল বিস্তৃর্ণ এলাকায় ছড়িয়ে পড়া থেকে আটকিয়ে রাখা করা। এবং সেখান থেকে ফোমের মাধ্যমে শোষণ করে অন্যত্র সংগ্রহ করা। ছড়িয়ে পড়া তেল যাতে আরও বিস্তৃর্ণ এলাকায় ছড়িয়ে না পড়তে পারে একই পদ্ধতিতে নদীর সাথে সংযোগ খালসমূহেও জাল দিয়ে বাঁধা তৈরি করা ও শোষণক্ষম সামগ্রী দিয়ে তেল শুষে নেয়া। এবং ছড়িয়ে পড়া তেলে যাতে পরিবেশের দূষণ এবং জীববৈচিত্রের ক্ষতি সর্বনি¤œ পর্যায়ে থাকে তার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সার্বক্ষণিক টিম মাঠে কাজ করা। এ পদ্ধতি ছাড়াও অন্য কোন দেশীয় পদ্ধতিতে বিশেষজ্ঞের মতামত নিয়ে তেল ছড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা। প্রয়োজনে স্থানীয় জনগণ এবং নৌবাহিনীকেও কাজে লাগানো।IMG_3327

পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সোবহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, বায়োডাইভারসিটি ওয়ার্ল্ড এর চেয়ারপার্সন ড. আনিসুজ্জামান খান, পবার যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ময়না, সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, এডভোকেট হাসান তারিক চৌধুরী, পীসের মহাসচিব ইফমা হুসাইন, বাংলাদেশ পীস মুভমেন্টের সভাপতি অধ্যাপক কামাল আতাউর রহমান প্রমুখ।

মানববন্ধন থেকে নি¤েœাক্ত দাবী জানানো হয়-
১.    ট্যাংকার থেকে তেল দ্রুত শোষণ করে নিয়ে অন্যত্র সংগ্রহ করা। এবং তেলের ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য বিশেষজ্ঞের পরামর্শক্রমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।
২.    ছড়িয়ে পড়া তেল থেকে পরিবেশ দূষণ ও জীববৈচিত্রের ক্ষতি কিভাবে সর্বনি¤œ পর্যায়ে রাখা যায় সে বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞসহ সমন্বয় কমিটি গঠন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
৩.    জীববৈচিত্রসহ পরিবেশের সার্বিক ক্ষতি বিবেচনায় নিয়ে সুন্দরবনের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করতে হবে।
৪.    সুন্দরবনের ভিতর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা।
৫.    জাহাজ চলাচলের অনুমতি দিয়ে বন ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতির দায়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
৬.    দুর্ঘটনার জন্য দায়ী জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রাণ ও পরিবেশের ক্ষতি বিবেচনা করে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ আদায় করা।
৭.    ভবিষ্যতে যাতে এ ধরণের দুর্ঘটনা না ঘটে তার জন্য বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে প্রণয়নকৃত সুপারিশ বাস্তবায়ন করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics