সুরক্ষা বাড়াতে সাগরের সাথে সেলফি!!

ঢাকা (২৬ মে, ২০১৪):

বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীরা গত শনিবার থেকে অংশ নিচ্ছেন ‘সাগরের জন্য সেলফি’ (Selfie for the sea) নামক একটি প্রতিযোগিতায়। এ বছরের ৮ জুন বিশ্ব সমুদ্র দিবস উদযাপনের অংশ হিসেবে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণবাদী গোষ্ঠি ‘সেভ আওয়ার সি’ ফেসবুকে (http://www.facebook.com/bongoposagar) এই প্রতিযোগিতাটির আয়োজন করেছেন। আয়োজকরা আশা করছেন, এর মাধ্যমে দেশের একসময়ের সমৃদ্ধ সামুদ্রিক প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যকে আগের অবস্থায় ফেরানো, এর সুরক্ষা ও ব্যবস্থাপনার বিষয়টি জাতীয় আলোচনার মূলধারায় ফিরে আসবে।

এযাবৎ পোস্ট করা সেলফিগুলোর মধ্যে দেখা যায় বেশ ক’জন শপথ করেছেন যে তারা প্লাস্টিক বা অপচনশীল জিনিসের বদলে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করবেন। একজন পোস্ট করেছেন, তারা স্নরকেল করার ছবি, সামুদ্রিক পরিবেশ সম্পর্কে জানতে তিনি স্নরকেল ও স্কুবা ডাইভ করতে চান। একজন তরুণী বলেছেন,  তিনি প্রবাল কেটে বানানো অলঙ্কার পরবেন না।sfs web banner 2

বিশ্ব সমুদ্র দিবসে ঘোষণা করা হবে তিন সেরা সেলফি প্রদানকারীর  নাম। সমুদ্র সংরক্ষণবাদী, আলোকচিত্রী ও স্কুবা ডাইভারদের সমন্বয়ে গঠিত জুরি সেরাদের মনোনীত করবেন। পুরস্কার হিসেবে তিনজনই পাবেন ফ্রিতে স্কুবা ডাইভিং শেখা ও সেন্ট মার্টিনস দ্বীপে ভ্রমণের সুযোগ। এ প্রতিযোগিতায় অংশ নিতে সেলফিতে থাকতে পারে বঙ্গোপসাগরের সুন্দর ও মনোরম প্রকৃতির ছবি, কিম্বা সাগরের প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় কোনো তৎপরতায় যুক্ত থাকার ছবি। অথবা থাকতে পারে সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে এমন কোনো ‘বাণী’ কাগজে লিখে তা দেখিয়ে তোলা ছবি। যেকোনো মোবাইল ডিভাইস, ডিজিটাল বা ফিল্ম ক্যামেরায় ছবি তোলা যেতে পারে। ছবি ‘সেভ আওয়ার সি’র ওয়ালে (http://www.facebook.com/bongoposagar) পোস্ট করার সময় সেলফি প্রদানকারীকে অবশ্যই সাথে ট্যাগ #SaveOurSea ও #SelfieForTheSea এবং তার পূর্ণ আনুষ্ঠানিক নাম বাংলা ও ইংরেজিতে এবং ছবি তোলার ডিভাইসের মডেলের নাম লিখে দিতে হবে। সমুদ্র দিবসের আগের রাত ৮ জুন রাত ১টা পর্যন্ত সেলফি পোস্ট করা যাবে।

আয়োজক সংগঠক সেভ আওয়ার সি’র সমন্বয়ক মোহাম্মদ আরজু এ বিষয়ে বলেন, “বঙ্গোপসাগর সুরক্ষায় বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের সম্পৃক্ততা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য”। গত প্রায় তিন বছর ধরে সাগরের প্রাণ ও প্রকৃতির সুরক্ষা বিশেষত প্রাণবৈচিত্র্যের দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি সমৃদ্ধ সামুদ্রিক অর্থনীতির দিকে এগোনোর কথা আমরা বলে আসছি। যার অংশ হিসেবে সাগরতলের প্রাণ ও প্রকৃতির আলোকচিত্র ও ভিডিও ডকুমেন্টেশন করছে সেভ আওয়ার সি। এ কাজে আমরা তরুণদের অংশগ্রহণ বাড়াতে চাই। প্রসঙ্গত, সবশেষ গত ২০ থেকে ২২ মে ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বঙ্গোপসাগরতলের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল সেভ আওয়ার সি।

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics